কর্মসংস্থান কেন্দ্রের সামনে নোংরা জল |
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
দীর্ঘদিন ধরে উলুবেড়িয়া কর্মসংস্থান কেন্দ্রের প্রবেশ পথের সামনে জমে থাকে নোংরা জল। তার মধ্যে দিয়েই ওই কেন্দ্রে যাতায়াত করেন যুবক-যুবতীরা। এর জেরে সমস্যায় পড়েন কেন্দ্রের কর্মীরাও। ও টি রোডের ধারে ওই কেন্দ্রের প্রবেশ পথের ধারে কোনও নিকাশি নালা না থাকায় এবং এলাকাটি নিচু হওয়ায় আশপাশের বাড়ির জল এসে জমে যায়। কেন্দ্রে একটি নিকাশি নালার দাবি বহু দিনের। কিন্তু এখনও তা না হওয়ায় দুর্ভোগে পড়েন বহু মানুষ। কর্মীদেরও ভোগান্তির অন্ত নেই। |
পা ফসকালেই...। ছবি তুলেছেন সুব্রত জানা।
|
বর্তমানে ওই কেন্দ্রে বেকার-ভাতার আবেদনপত্র নেওয়া হচ্ছে। এ জন্য প্রতিদিনই ভিড় হচ্ছে যুবক-যুবতীদের। নোংরা জলের মধ্যেই তাঁদের দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কর্মসংস্থান কেন্দ্রের তরফে ওই নোংরা জলের মধ্যে শুধু কিছু ইট ফেলে দেওয়া হয়েছে দাঁড়ানোর জন্য। সমস্যা নিয়ে ক্ষোভ রয়েছে ওই কেন্দ্রের কর্মীদেরও।
কেন্দ্রের যুগ্ম অধিকর্তা শুভব্রত চট্টোপাধ্যায়ের অভিযোগ, “নোংরা জলের মধ্যে দিয়েই আমাদের যাতায়াত করতে হয়। এখানে নিকাশি নালা গড়ে দেওয়ার জন্য পুরসভার কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি।”
উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান তৃণমূলের দেবদাস ঘোষ বলেন, “ওই সমস্যা মেটানোর জন্য দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ হয়ে গিয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।” কবে তা হবে, সে দিকে তাকিয়ে মানুষ। |