|
|
|
|
মুলায়মকে সামলাতে হাতিয়ার সেই রাহুল |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সমাজবাদী পার্টির সমর্থনের উপর ইউপিএ সরকারের স্থায়িত্ব নির্ভরশীল। কিন্তু বাজেট অধিবেশন শেষ হতেই উত্তরপ্রদেশে প্রচারে নামতে চাইছেন রাহুল গাঁধী। ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, বাজেট অধিবেশন শেষ হওয়ার পর মে মাস থেকে হিন্দি বলয়ের বৃহত্তম এই রাজ্যে প্রচারে বেরোবেন রাহুল।
বস্তুত সংসদে সরকারের বিভিন্ন বিল পাশ করাতে গেলে সপা তথা মুলায়ম সিংহ যাদবের সমর্থন কতটা জরুরি তা সম্প্রতি স্পষ্ট হয়ে গিয়েছে। তার সুযোগ নিতে শুরু করেছেন মুলায়মও। সমর্থন বজায় রাখলেও প্রতি মুহূর্তে কংগ্রেস তথা মনমোহন সিংহ সরকারকে কটাক্ষ করতে ছাড়ছেন না সমাজবাদী নেতারা। মুলায়ম গত কয়েক দিনে বার বার বলেছেন যে, মনমোহন সিংহের তুলনায় অটলবিহারী বাজপেয়ী অনেক দৃঢ় নেতৃত্ব দিয়েছিলেন দেশকে। সেই সঙ্গে লালকৃষ্ণ আডবাণীর সততার প্রশংসাও করেছেন মুলায়ম। তার উপরে বর্ষীয়ান এই সমাজবাদী নেতা জানিয়েছেন, কেন্দ্রে তৃতীয় ফ্রন্ট গঠনের সম্ভাবনাও তাঁরা খতিয়ে দেখছেন। এই অবস্থায় দিগ্বিজয় সিংহ, মণীশ তিওয়ারি-সহ কংগ্রেসের একাধিক নেতা আজ বলেন, তৃতীয় ফ্রন্ট হল মরীচিকা। তা নিয়ে উদ্বিগ্ন হয়ে সময় নষ্ট করতে চায় না কংগ্রেস। সেই সঙ্গে তাঁরা এও বলেন, মুলায়ম হয়তো ভুলে গিয়েছেন বাজপেয়ী জমানায় গোধরাও হয়েছিল। আর বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দিয়েছিলেন আডবাণী।
পরে কংগ্রেসের এক নেতা জানান, এটা মনে করার কারণ নেই যে কংগ্রেসের প্রয়োজনে মুলায়ম কেন্দ্রকে সমর্থন করছেন। তিনি সমর্থন করছেন নিজের রাজনৈতিক কারণেই। এবং মুলায়ম এও জানেন, সপা সমর্থন প্রত্যাহার করে নিলেও সরকার পড়বে না। কারণ, অকাল ভোট কেউই চাইছেন না। তা ছাড়া ডিএমকে সমর্থন প্রত্যাহার করলেও সাম্প্রদায়িক শক্তিকে রুখতে তারাও কংগ্রেসের পাশে থাকবে বলে বার্তা দিয়েছে।
এই অবস্থায় হাত গুটিয়ে থাকতে চাইছেন না রাহুল গাঁধী। লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশে কংগ্রেসের অনুকূলে জমি তৈরি করতে এখন থেকেই প্রচারে নামতে চাইছেন। এবং তা তিনি শুরু করে দেবেন মে মাস থেকেই। |
|
|
|
|
|