ধোঁয়ায় ভরে থাকা বাড়ির ভিতর থেকে ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছেন এক দমকলকর্মী। বাইরে ভিড় বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীদের। কিন্তু ওই চিৎকারকে দমকলের আগুন মোকাবিলার মহড়া অনুষ্ঠানের অংশ ভেবে কেউই এগোচ্ছেন না তাঁর সাহায্যে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে বেহালার শীলপাড়ায়। |
জখম অসীম দাস। —নিজস্ব চিত্র |
দমকল সূত্রে জানা গিয়েছে, কোনও বাড়িতে আগুন লাগলে কী ভাবে সেখানে উদ্ধারকাজ হবে সোমবার শীলপাড়ায় তারই মহড়া হচ্ছিল। দোতলা একটি বাড়ির মধ্যে থেকে প্রচুর ধোঁয়া বার করা হচ্ছিল। ধোঁয়া, আগুন দেখাতে দু’হাতে রংমশাল জ্বালিয়ে ওই বাড়ির মধ্যে বসেছিলেন হাওড়া ডিভিশনের ‘ফায়ার সেফটি অফিসার’ হিসেবে কর্মরত অসীম দাস। আচমকা রংমশালগুলি ফেটে যায়। অসীমবাবুর দু’হাত এবং বুকের কিছুটা অংশ ঝলসে যায়। সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন তিনি। প্রথমে সকলে ভেবেছিলেন ওই চিৎকার মহড়ারই অংশ। বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা বাড়ির মধ্যে ঢুকেই বিষয়টি টের পান। অসীমবাবুকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
দমকল এবং আপৎকালীন পরিষেবা দফতরের ‘প্রফেশনাল ডিউটি মিট’-এ ওই সময়ে হাজির ছিলেন দমকলমন্ত্রী জাভেদ খান, বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত, পরিকল্পনামন্ত্রী রচপাল সিংহ। দমকলমন্ত্রী বলেন, “এটা নিছক দুর্ঘটনা। আহত কর্মী সুস্থ রয়েছেন। দমকলকর্মীদের এমনই বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে হয়।” |