পুনর্নিয়োগ নয় বাস্তুকারদের, সিদ্ধান্ত সর্বশিক্ষা দফতরের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
৩১ মার্চের পর থেকে রাজ্যের সর্বশিক্ষা মিশনের অ্যাডিশন্যাল ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়র ও অ্যাডিশন্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রদের আর পুনর্বহাল করা হবে না বলে জানাল সর্বশিক্ষা দফতর। গত ২০ মার্চ সর্বশিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা ছোটন দেন্দুপ লামা একটি সার্কুলার পাঠিয়ে রাজ্যের ১৯টি জেলা ও দার্জিলিঙয়ের জিটিএভুক্ত এলাকার সর্বশিক্ষা মিশনের প্রকল্প আধিকারিকদের এই তথ্য জানান। চলতি বছর ৩১ মার্চ পর্যন্ত এই চুক্তি বহাল থাকবে, তার পরে আর তাঁদের নতুন করে নিয়োগ করা হবে না। তাই এঁদের আর নতুন করে নিয়োগ করা হবে না। সর্বশিক্ষা মিশনের ওই ইঞ্জিনিয়রদের ফোরামের বর্ধমান শাখার সম্পাদক সৌমিক মল্লিক বলেন, “এই ইঞ্জিনিয়রেরা সর্বশিক্ষা মিশনের টাকায় বিভিন্ন প্রাথমিক, উচ্চপ্রাথমিক, শিশুশিক্ষা কেন্দ্র, পাঠাগার, মিড ডে মিলের রান্নার শেড ইত্যাদি নির্মানে তদারকি করেন। এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় ৫০০টি পরিবারের সামনে অন্ধকার নেমে এসেছে। এখনও প্রতিটি ইঞ্জিনিয়রের তত্ত্বাবধানে গড়ে প্রায় ২ কোটি টাকার নির্মান কাজ চলছে। তাঁরা প্রতিটি জেলার বিডিও এবং সর্বশিক্ষা মিশনের প্রকল্প আধিকারিকদের চুক্তি নবীকরণের আবেদন জানিয়ে আসছিলেন ফেব্রুয়ারির শেষ থেকেই। তবুও তাঁদের বেকার করে দেবার দিকেই হাঁটলো রাজ্য সরকার।”
|
আর নিয়োগ নয় বাস্তুকারদের, বলল সর্বশিক্ষা দফতর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
৩১ মার্চের পর থেকে রাজ্যের সর্বশিক্ষা মিশনের অ্যাডিশন্যাল ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়র ও অ্যাডিশন্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রদের আর পুনর্বহাল করা হবে না বলে জানাল সর্বশিক্ষা দফতর। গত ২০ মার্চ সর্বশিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা ছোটন দেন্দুপ লামা একটি সার্কুলার পাঠিয়ে রাজ্যের ১৯টি জেলা ও দার্জিলিঙয়ের জিটিএভুক্ত এলাকার সর্বশিক্ষা মিশনের প্রকল্প আধিকারিকদের এই তথ্য জানান। চলতি বছর ৩১ মার্চ পর্যন্ত এই চুক্তি বহাল থাকবে, তার পরে আর তাঁদের নতুন করে নিয়োগ করা হবে না। তাই এঁদের আর নতুন করে নিয়োগ করা হবে না। সর্বশিক্ষা মিশনের ওই ইঞ্জিনিয়রদের ফোরামের বর্ধমান শাখার সম্পাদক সৌমিক মল্লিক বলেন, “এই ইঞ্জিনিয়রেরা সর্বশিক্ষা মিশনের টাকায় বিভিন্ন প্রাথমিক, উচ্চপ্রাথমিক, শিশুশিক্ষা কেন্দ্র, পাঠাগার, মিড ডে মিলের রান্নার শেড ইত্যাদি নির্মানে তদারকি করেন। এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় ৫০০টি পরিবার অন্ধকারে।
|
মুর্শিদাবাদ থেকে উদ্ধার কালনার বালক
নিজস্ব সংবাদদাতা • কালনা |
|
সামিরুল শেখ।
—নিজস্ব চিত্র। |
অপহৃত শিশু সামিরুলের খোঁজ মিলল অবশেষে। রবিবার রাতে মুর্শিদাবাদের মিঠাপুর পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। পূর্বস্থলী ১ ব্লকের অর্জুনপুকুর গ্রাম থেকে তাকে অপহরণ করা
হয়েছিল বলে পূর্বস্থলী থানায় অভিযোগ জানিয়েছিলেন তার বাবা আকিবুল। সোমবার উদ্ধার হওয়া ওই বালককে কালনা মহকুমা আদালতে তোলে পুলিশ। সেখানেই তাকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে পূর্বস্থলী থানার পুলিশের কাছে খবর পৌঁছয় মুকুন্দপুরে ওই শিশুর পিসেমশাই হাবিবুল শেখের এক আত্মীয়ের বাড়িতে রয়েছে সে। শুক্রবার সামিরুলকে জামাকাপড় কিনে দেওয়ার লোভ দেখিয়ে হাবিবুর তাকে অপহরণ করে বলে অভিযোগ করেছিলেন তার বাবা আরাবুল।
|
পুড়ল দোকান
নিজস্ব সংবাদদাতা • কালনা |
আগুনে পুড়ে ছাই হয়ে গেল কালনা ফেরিঘাট লাগোয়া একটি দোকান। রবিবার গভীর রাতে আগুন লাগে। টিন ও টালির ওই দোকানটিতে প্রায় তিন লাখ টাকার জিনিসপত্র মজুত ছিল।সাড়ে তিনটে নাগাদ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ দোকানে আগুন দেখেন কিছু শবযাত্রী। তারা মালিক নারায়ণ সাহা-সহ স্থানীয় লোকজনকে খবর দেন। দমকল এসে আগুন নেভায়। দোকান ঘরের কাছে একটি চালকল রয়েছে। আগুনে সেটিরও অল্প বিস্তর ক্ষতি হয়েছে।
|
ব্যাঙ্কের সিইও-র জেল হাজতের নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হল প্রণবানন্দ সমবায় ব্যাঙ্কের অভিযুক্ত সিইও ভাস্কর মুখোপাধ্যায়কে। রাজ্য দুর্নীতি দমন শাখা সোমবার তাঁকে আদালতে তোলে। তাঁর বিরুদ্ধে তহবিল তছরুপ, আমানতকারীদের সময়ে টাকা না দেওয়া-সহ বেশ কিছু অভিযোগ রয়েছে। সিজেএম আদালত ৮ এপ্রিল পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ৯ ফেব্রুয়ারি কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি এত দিন ওখানেই ছিলেন।
|
বন্দুক ছিনতাইয়ে ধৃত আরও এক
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বন্ধ থাকা কাগজকলের নিরাপত্তরক্ষীদের কাছ থেকে ছিনতাই হওয়া বন্দুকটি সোমবার উদ্ধার করল কাটোয়া থানার পুলিশ। ওই বন্দুক ছিনতাই করার অভিযোগে আরও এক জনকে উদ্ধার করেছে পুলিশ। ধৃতের নাম আব্বাস শেখ। বাড়ি কাটোয়া শহরের বড়বাজার এলাকায়। এই ঘটনায় পুলিশ এর আগেও শ্রীখণ্ড গ্রামের বামা মাঝি, গাঙ্গুলীডাঙা গ্রামের নৌশাদ শেখকে গ্রেফতার করেছিল। তারা পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ জানায়, ধৃতদের জেরা করে গাঙ্গুলীডাঙা থেকে বন্দুকটি উদ্ধার করা হয়েছে। গত ১৮ মার্চ এক দল দুষ্কৃতী কাটোয়ার শ্রীখণ্ডের কাছে বন্ধ থাকা কাগজকলটিতে চুরির উদ্দেশে যায়। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে দুষ্কৃতীরা তাদের মারধর করে বন্দুক ছিনিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। |