জল নেই কলে, জাতীয় সড়ক অবরোধ কুলটিতে
পানীয় জলের দাবিতে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সোমবার কুলটির রানিতলায় বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। প্রায় এক ঘণ্টা বিক্ষোভ চলার পরে কুলটি থানার পুলিশ গিয়ে অবরোধ তোলে।
বিক্ষুব্ধ নিচুপাড়ার বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে তাঁদের এলাকার জনস্বাস্থ্য কারিগরি দফতরের কলগুলিতে জল পড়ছে না। বাসিন্দাদের দাবি, এই বিষয়টি কুলটি পুরসভা কর্তৃপক্ষকে জানিয়েছেন তাঁরা। কিন্তু কোনও তরফেই হেলদোল না থাকায় তাঁরা চরম পানীয় জলের সঙ্কটে পড়েছেন। পুলিশ জানায়, এ দিন সকাল আটটা থেকে শতাধিক বাসিন্দা রানিতলা মোড়ের কাছে জাতীয় সড়ক অবরোধ শুরু করেন। এ দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল। আচমকা পথ অবরোধ হওয়ায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ। বিক্ষোভকারীদের বুঝিয়ে সকাল ৯টা নাগাদ অবরোধ তোলা হয়।
জনস্বাস্থ্য কারিগরি দফতর সূত্রে জানা গিয়েছে, রানিতলা অঞ্চলের বেশ কিছু পাড়ার বাসিন্দা জলের পাইপে অবৈধ ভাবে পাম্প লাগিয়ে জলে নিয়ে নিচ্ছেন। ফলে অপেক্ষাকৃত দূরবর্তী স্থানে অবস্থিত জনস্বাস্থ্য কারিগরি দফতরের কলগুলি থেকে জল পড়ছে না।
এমনিতেই পানীয় জলের ব্যাপক সঙ্কট রয়েছে কুলটি এলাকায়। একটি জলপ্রকল্প বানিয়ে সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হলেও তা এখনও কার্যকরী হয়নি।এর মধ্যে জলের পাইপে পাম্প লাগিয়ে জল টেনে নেওয়ায় বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন চরম দুর্ভোগে পড়ছেন। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকেই একাধিক এলাকায় পানীয় জলের সঙ্কট শুরু হয়েছে। তাতে বচসা, হাতাহাতি থেকে পথ অবরোধের ঘটনা পর্যন্ত ঘটছে।
কিন্তু সব কিছু জানা সত্ত্বেও জলের অবৈধ সংযোগ, বা জলের পাইপে অবৈধভাবে পাম্পের ব্যবহার বন্ধ করা যাচ্ছে না কেন ? জনস্বাস্থ্য কারিগরি দফতর সূত্রে জানা গিয়েছে, বিষয়টি তাঁরা কুলটি পুরসভা ও প্রশাসনকে জানিয়েছেন। কুলটির উপপ্রধান বাচ্চু রায় জানান, এলাকার কাউন্সিলরদের সাহায্যে তাঁরা পাম্পের ব্যবহার বন্ধ করার অভিযান করবেন। প্রয়োজনে পাম্প ব্যবহরাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হবে বলে জানান তিনি। বর্ধমানের জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা জানান, এই প্রবল গরমে পানীয় জলের সঙ্কট মেটাতে জেলা প্রশাসন আসানসোল মহকুমার জন্য একাধিক পদক্ষেপ করেছে। ট্যাঙ্কে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে জলের অবৈধ সংযোগ ছিন্ন করতে জনস্বাস্থ্য কারিগরি দফতরকে নির্দেশ দিয়েছেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.