তিন দফায় নির্বাচনের দাবি বিরোধীদের |
পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য সরকার, নির্বাচন কমিশন এবং বিরোধীদের মধ্যে কাজিয়া এখন তুঙ্গে। নির্বাচন কমিশন মনে করে, রাজ্য সরকার যদি দু’দিনেই পঞ্চায়েত নির্বাচন করতে চায়, সে ক্ষেত্রে জেলাগুলিকে সমান ভাবে বিভাজন করা উচিত। আজ বিকেলে মহাকরণে ১১ পাতার চিঠি দিয়ে সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার প্রস্তাব দিয়েছে কমিশন। ৪৩ (২) ধারাবলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বলেছে কমিশন। পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মতানৈক্যের মধ্যেই রাজ্যে তিন দফায় নির্বাচনের দাবিতে এবার সরব কংগ্রেস। তিন দফায় ভোট এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজ নির্বাচন কমিশনের দফতরে দেখা করেন প্রদীপ ভট্টাচার্য, মানস ভুঁইয়া-সহ প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কমিশনের সঙ্গে দীর্ঘক্ষণের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন প্রদীপ ভট্টাচার্য। তিনি বলেন, নির্বাচন কমিশনের বিরোধীতায় রাজ্যে সরকারের নির্বাচন নির্ঘন্টের বিজ্ঞপ্তি জারির পদ্ধতি ভুল এবং আইন বিরোধী। তাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার স্বার্থে কমিশনের নির্দেশ অনুসারে তিন দফায় নির্বাচনের দাবি জানান তাঁরা। তিনি আরও জানান, আজ সন্ধে ৬টা নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁকেও তিন দফায় নির্বাচনের দাবিতে স্বারকলিপি দেবে প্রদেশ কংগ্রেস। এ দিকে একই দাবিতে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্ব। এ ছাড়াও পঞ্চায়েত ভোট নিয়ে জটিলতা কাটাতে রাজ্যপালকে সর্বদলীয় বৈঠক ডাকার অনুরোধ করেন তাঁরা।
|
ডুয়ার্সের বেদপাড়া চা বাগানে বাইসনের তাণ্ডব |
একটি বাইসনের তাণ্ডবে চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সের বেদপাড়া চা বাগানে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল থেকে ৩টি বাইসন তাণ্ডব চালায় চুনাঘাঁটি ও আমবাড়ি চা বাগানে। বন দফতরের কর্মীরা ২টি বাইসনকে তাড়াতে সক্ষম হলেও একটি থেকে যায়। বাইসনটি গত রাতে বেদপাড়া চা শ্রমিকদের বস্তিতে ঢুকে পড়লে আতঙ্কিত হয়ে শ্রমিকরা বস্তি ছেড়ে পালান। পরিস্থিতি আয়ত্ত্বের বাইরে যাওয়ায় আজ সকালে বন দফতরের আরও কর্মী ঘটনাস্থলে আসেন। বাইসনটিকে শান্ত করতে ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়। জানা গিয়েছে, বাইসনের অবস্থা আশঙ্কাজনক। এই অবস্থায় তাঁকে গরুমারা জাতীয় উদ্যানে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বনকর্মীরা। এই ঘটনায় পশু চিকিত্সকদের একাংশ জানিয়েছেন, ঘুমপাড়ানি ওষুধের মাত্রা বেশি হওয়ায় বাইসনের অবস্থার অবনতি হয়েছে। গরুমারা জাতীয় উদ্যানে নিয়ে গিয়ে সেটিকে সুস্থ করে তোলার চেষ্টা করা হচ্ছে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।
|
ছিনতাইয়ে বাধা, মহিলার কান কাটল দুষ্কৃতীরা |
গয়নার লোভে গতকাল রাতে মালদহের লক্ষ্মীপুর গ্রামে এক মহিলার উপর হামলা চালায় এক দল দুষ্কৃতী। জানা গিয়েছে, ঝর্না দাস নামে ওই মহিলা তখন বাড়িতে একা ছিলেন। ঝর্নাদেবী জানিয়েছেন, এক দুষ্কৃতী তাঁকে অস্ত্র দেখিয়ে গয়না লুঠের চেষ্টা করে। তিনি বাধা দিতে গেলে অন্য একজন তাঁকে ভোজালি দিয়ে কোপ মারে। রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা তাঁর শরীর থেকে গয়না খুলে নেয়। কানের দুল নিতে ব্যর্থ হওয়ায় ঝর্নাদেবীর কান কেটে নেওয়ারও অভিযোগ উঠেছে। বাড়িতে কেউ না থাকায় বেশ কিছু ক্ষণ তিনি রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। পরে বাড়ির লোকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা আগে থেকেই খোঁজখবর নিয়ে পরিকল্পনা করে হামলা চালিয়েছে। এলাকার কুখ্যাত দুষ্কৃতীরাই এই ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
|
মালদহে লরির ধাক্কায় মৃত ২ |
নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই লরি ধাক্কা মারে রাস্তার পাশের একটি বাড়িতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ ভোররাতে মালদহের গাজোলের ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় এক প্রৌঢ় ও তাঁর নাতির। ঘটনাস্থলে পুলিশ এসে ঘাতক লরিটিকে আটক করে। তবে লরির চালককে গ্রেফতার করতে পারেনি। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
|