উচ্চ মাধ্যমিকে আবার ভাঙচুর ব্যারাকপুরে
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোকাটুকিতে বাধা দেওয়ায় গোলমাল হল শনিবারও। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লাটবাগানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার শুরুতেই টোকাটুকির জন্য শিক্ষকদের ভয় দেখানো হয় বলে অভিযোগ। একটি ঘরের পাখা ও আলো ভেঙে দেওয়ারও অভিযোগ রয়েছে। প্রধান শিক্ষক প্রদীপকুমার চক্রবর্তী বলেন, “পরীক্ষার্থীদের বুঝিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্তু পরীক্ষা শেষে গেটের কাছে কিছু ফাটার শব্দ শোনা যায়। তাতে আতঙ্ক ছড়ায়।” ওই স্কুলে আসন পড়েছিল টিটাগড় ভার্নাকুলার হাইস্কুল এবং অন্ধ্র হাইস্কুলের পরীক্ষার্থীদের। লাটবাগানের এই স্কুলটি পুলিশ ব্যারাক ও পুলিশ ট্রেনিং স্কুলের কাছে সংরক্ষিত এলাকার মধ্যে পড়ে। তাই প্রশ্ন উঠেছে এলাকার নিরাপত্তা নিয়েও। স্কুল কর্তৃপক্ষ ব্যারাকপুর মহকুমা প্রশাসনের কাছেও অভিযোগ জানান। মহকুমাশাসক পূর্ণেন্দুকুমার মাজি বলেন, ‘‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’’ টোকাটুকিতে বাধা দেওয়ায় শুক্রবারও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন স্কুলে তাণ্ডব চলে।
|
ভুল বুঝিয়ে খুনের নালিশ
নিজস্ব সংবাদদাতা • ভাঙড় |
তৃণমূল তাঁকে ভুল বুঝিয়ে সিপিএম নেতাদের নামে খুনের অভিযোগ করিয়েছে, এমনটাই দাবি করলেন ছিধর নস্কর নামে এক ব্যক্তি। গত সোমবার ভাঙড়ের বানগোদায় খুন হন রাজু নস্কর (২২)। ওই রাতেই নিহতের বাবা ছিধর, সাত্তার মোল্লা-সহ চার সিপিএম নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ করেন। শনিবার সকালে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “তৃণমূল নেতা সওকত মোল্লা ও জাহাঙ্গীর খান চৌধুরি আমাকে সাদা কাগজে সই করিয়েছিল। তাতেই খুনের অভিযোগ করা হয়েছে।” সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল।” তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। |