বিয়ের আশ্বাস দিয়ে এক কিশোরীকে সহবাসের ঘটনায় অভিযুক্তের ৮ বছর কারাদন্ডের নির্দেশ দিল আদালত। শুক্রবার ইসলামপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের (ফাস্ট ট্র্যাক ফাস্ট) বিচারক শ্যাম প্রকাশ রজক ওই সাজা শোনান। পুলিশ জানায়, সাজাপ্রাপ্তের নাম লবণ দাস। তার বাড়ি চাকুলিয়া’র ধাপ্পা এলাকায়। সরকারি আইনজীবী বীজেশ চৌধুরী জানান, লবণ ২০০৯ সালে ১৬ বছর বয়সী এক নাবালিকাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। প্রথমে তা নাকচ করে দিলেও পরে সেই যুবকের প্রস্তাবে রাজি হয় ওই নাবালিকা। সেই সময়ে ওই নাবালিকা এলাকার একটি নার্সের আবাসনে পরিচারিকার কাজ করত। ওই নার্সের অনুপস্থিতির সুযোগ নিয়ে নাবালিকার সঙ্গে ওই যুবক সহবাস করে। ওই নাবালিকা গর্ভবতী হয়ে পড়লে লবণ তাঁকে বিয়ে করতে অস্বীকার করে। এর পরেই গত ২০১০ সালের ৬ ডিসেম্বর চাকুলিয়া থানায় লবনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এ দিন বিচারপতি ওই যুবককে ৩৭৬ ধারায় ৮ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারপতি।
|
আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ব্যবসায়ীর ৫ লক্ষ টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে চোপড়া থানার জিয়াগছ এলাকায়। পুলিশ জানিয়েছে, ইসলামপুরের খাদ্যদ্রব্য সরবরাহকারীর সঙ্গে যুক্ত ব্যবসায়ী যাদব আইচ টাকা আদায়ের জন্য তাঁর কর্মচারী কার্তিক দাসকে চোপড়ার দাসপাড়ায় পাঠান। পুলিশ সূত্রে খবর, কাজ সেরে কার্তিকবাবু দোকানের পিকআপ ভ্যান করে ইসলামপুরে ফিরছিলেন। জিয়াগছে দুটি বাইকে করে আসা ৪ জনের একটি দুষ্কৃতী দল পিক আপ ভ্যানের রাস্তা আটকে দাঁড়ায়। কার্তিকবাবুর মাথায় বন্দুকের বাট দিয়েই আঘাত করে টাকা নিয়ে চম্পট দিয়ে তারা। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “কয়েক লক্ষাধিক টাকা লুঠ হয়েছে বলে জানতে পেরেছি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।” ইসলামপুরের মার্চেন্ট অ্যাসোসিয়েশন -এর পক্ষ থেকে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। সংগঠনের মুখপাত্র দামোদর অগ্রবাল বলেন, “৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ওই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছি।”
|
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান সুভাষ ভাওয়ালকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হল। শুক্রবার উত্তরবঙ্গ এক্সপ্রেসে সুভাষবাবুকে নিয়ে কলকাতায় রওনা হন পরিবারের লোকেরা। সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমন্ডলী সদস্য তমসের আলি বলেন, “সুভাষবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে পরিবার ও দলের লোকেরা কলকাতা রওনা হন।” রবিবার থেকে পুর চেয়ারম্যান কোচবিহারের একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন। সিপিএমের অভিযোগ, রবিবার বেআইনি কর্মী নিয়োগের দাবিতে এক বৈঠকে তৃণমূল কংগ্রেস নেতারা তাঁর ওপর মানসিক চাপ সৃষ্টি করেন। ওই বৈঠক থেকে বেরনোর সময় অসুস্থ হয়ে পড়ায় সুভাষবাবুকে নার্সিংহোমে ভর্তি করানো হয়।
|
আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটে মেখলিগঞ্জ থানা এলাকার রানিরহাট এলাকায়। পুলিশ জানায়, ধৃতের নাম চন্দন মন্ডল। বাড়ি মেখলিগঞ্জের চরচরাবাড়ি গ্রামে। ধৃতদের থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “তদন্ত চলছে। ধৃত আগেও অস্ত্র সংক্রান্ত মামলায় ধরা পড়েছিল।”
|
আইনি পরিষেবা সম্পর্কে বাসিন্দাদের সচেতনতায় ৯-১২ মে উত্তর দিনাজপুর জেলায় অনুষ্ঠিত হবে জাতীয় আইন মেলা-২০১৩। দেশে এই প্রথম ওই ধরনের মেলার আয়োজন করা হচ্ছে। আয়োজক কোর্ট অফ কনসালটেন্সি, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, রাজ্য বার কাউন্সিল ও দেশের নানা রাজ্যের আইনি পরিষেবা কর্তৃপক্ষ। সম্প্রতি কোর্ট অফ কনসালটেন্সি-র মুখ্য উপদেষ্টা মোফাক্কেরুল ইসলাম জানান, চার দিন ব্যাপী ওই মেলার আয়োজন করা হবে করণদিঘি ব্লকের রসাখোয়া হাই স্কুল মাঠে। |