প্রধান পরীক্ষকের বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পথে উচ্চ মাধ্যমিকের বাংলার ৪২ খাতা হারিয়ে ফেললেন এক শিক্ষিকা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কসবা মহেশো এলাকায়। রায়গঞ্জের দক্ষিণ সুদর্শনপুর এলাকার বাসিন্দা তথা কালিয়াগঞ্জ মিলনময়ী গার্লস হাইস্কুলের বাংলার শিক্ষিকা শেলি খাসনবিশ নামে ওই শিক্ষিকা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। আইসি দীনেশ প্রামাণিক বলেন, “তল্লাশি চলছে। খাতাগুলির হদিস মেলেনি।” উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের উত্তর দিনাজপুর জেলার পরীক্ষা পরিচালন কমিটির যুগ্ম আহ্বায়ক শুভেন্দু মুখোপাধ্যায় জানান, বিষয়টি সংসদ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার খাতা আদান-প্রদানের সময়ে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে সতর্ক থাকা উচিত। ওই শিক্ষিকার যা ব্যবস্থা নেওয়ার সংসদ কর্তৃপক্ষই নেবেন। শেলিদেবী এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। প্রতিবারই ব্যস্ত বলে তিনি ফোন কেটে দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে শেলীদেবী স্বামী দীপঙ্করবাবুর সঙ্গে বাইকে করে কসবা মহেশো এলাকায় বাংলার উত্তরবঙ্গ আঞ্চলিক এলাকার প্রধান পরীক্ষক অনিলকুমার ঘোষের বাড়িতে উচ্চ মাধ্যমিকের খাতা নিতে যান। পুলিশকে ওই শিক্ষিকা জানান, বাইকের হুক ভেঙে খাতা বোঝাই ব্যাগটি রাস্তায় পড়ে গিয়েছে। বহু খোঁজাখুজির পর তা তিনি খুঁজে পাননি। অনিলবাবু বলেন, “শেলিদেবীর হাতে উচ্চমাধ্যমিকের বাংলার ৪২টি দিয়েছিলাম। তিনি ফোন করে জানান খাতাগুলি হারিয়ে গিয়েছে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।” |