|
|
|
|
পাম্প, ভাটি লুঠ শিলিগুড়িতে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
একটি পেট্রোল পাম্পে ঢুকে কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ক্যাশে থাকা বেশ কয়েক হাজার টাকা লুঠ করে নিয়ে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে বিধাননগর পুলিশ ফাঁড়ির ডাঙ্গাপাড়া এলাকায়। পুলিশ সূত্রের খবর, পেট্রোল পাম্পে ডাকাতি করার পর ওই দলটি পাশের একটি ভাটিখানায় হানা দেয়। সেখান থেকেও নগদ ও গয়না মিলিয়ে কয়েক লক্ষ টাকার মাল লুঠ করে তারা। ভাটিখানার কর্মীদের মারধর করে। পালানোর সময়ে তারা বোমা ছোড়ে বলে অভিযোগ। দার্জিলিংয়ের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। যে রাস্তা দিয়ে ওই দলটি পালিয়েছে বলে জানা গিয়েছে সেখানে পুলিশ নজরদারি শুরু করেছে।”
রাত ৯টার পরে ওই এলাকায় মানুষজন কমে যায়। সেই সুযোগ নিয়েই একটি চা বাগানের রাস্তা ধরে পেট্রোল পাম্পের পেছন দিক দিয়ে ১২ জনের একটি দল সেখানে হানা দেয়। তাদের একজনের হাতে পিস্তল ছিল। অন্যদের হাতে ব্যাগ ছিল। ব্যাগে বোমা ছিল বলেই ধারণা করছে পুলিশ। পেট্রোল পাম্পে ঢুকে পিস্তল বের করে কর্মীদের ভয় দেখাতে শুরু করে দুষ্কৃতীরা। প্রথমদিকে তারা টাকা দিতে না চাইলে একজনকে মারধর করা শুরু হয়। ভয় পেয়ে টাকা রাখা বাক্সের চাবি দুষ্কৃতীদের হাতে তুলে দেয় এক কর্মী। তার পরেই সেখান থেকে টাকা বের করে নিয়ে ব্যাগে ভরে দুষ্কৃতীরা। সেখান থেকে বেরনোর সময় তাদের চিৎকার করতে বারণ করা হয়। কথা না শুনলে গুলি চালানো হবে বলে তারা হুমকি দেয়।
সেখান থেকে বেরিয়ে ভাটিখানায় হুমকি দেয় দুষ্কৃতীরা। একটি বাড়ির মধ্যেই ওই ভাটিখানা। সে সময় ভাটিখানায় ভিড় অনেকটা কম ছিল। দুষ্কৃতীরা সেখানে ঢুকে পিস্তল ও ধারাল অস্ত্র দেখিয়ে ভয়ে দেখাতে শুরু করে। ভাটিখানার দু’জন কর্মী বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধর করা হয়। ভয় পেয়ে দুষ্কৃতীদের হাতে টাকা তুলে দেয় ভাটিখানার কর্মীরা। দুষ্কৃতীরা ওই বাড়ির ভেতরে ঢুকে আলমারি থেকে কিছু সোনার অলঙ্কারও নিয়ে যায়। ওই সময় এলাকার বাসিন্দারা বিষয়টি টের পান। তারা জড়ো হওয়া শুরু করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তারা চা বাগানের রাস্তা ধরেই পালায়। যাওয়ার পথে কয়েকটি বোমা ফাটায় তারা। পুলিশের অনুমান, বাসিন্দারা যাতে তাদের পিছু ধাওয়া না করে সে জন্যই বোমা ছোড়ে তারা। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দুষ্কৃতীরা সমস্ত খোঁজখব নিয়ে এ দিন ডাকাতি করতে যায়। ওই এলাকায় যাতায়াত রয়েছে এমন ব্যক্তি ডাকাতির সঙ্গে যুক্ত রয়েছে বলেও ধারণা করছে পুলিশ। পেট্রোল পাম্প ও ভাটিখানায় সারাদিনে কত টাকা বিক্রি হয় সে সম্বন্ধে আগাম জেনেই দুষ্কৃতীরা হানা দেয় বলে সন্দেহ পুলিশের। পুলিশের এক আধিকারিক বলেন, “চা বাগান থেকে বেরনোর সমস্ত রাস্তায় পুলিশ টহলদারি করছে। এ ছাড়া সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচছে।” প্রতিযোগিতা। আইনের ছাত্রছাত্রীদের নিয়ে ‘অল ইন্ডিয়া মুট কোর্ট কম্পিটিশন’-এর আয়োজন করেছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ লিগাল স্টাডিজ। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান সংস্থার চেয়ারম্যান জয়জিৎ চৌধুরী। |
|
|
|
|
|