ফাইলে নজর গৌতমের
কোটি কোটি টাকার দুর্নীতি ধামাচাপার চেষ্টা: অশোক
জোড়াপানির মাটি তোলা, ক্লোজড সার্কিট টিভি ও বৈদ্যুতিক চুল্লি বসানোর প্রকল্পে বহু কোটি টাকা অপচয়ের অভিযোগ ওঠায় সে সব ফাইল খতিয়ে দেখা শুরু হল। শুক্রবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব দায়িত্ব গ্রহণ করে একাধিক ফাইল তলব করেন। দীর্ঘ সময় ফাইল খুঁটিয়ে পরীক্ষা করতে দেখা যায় তাঁকে। গৌতমবাবু বলেন, “আমি সবে দায়িত্ব নিয়েছি। কাগজপত্র দেখছি। একটু সময় লাগবে। যে দায়িত্ব পেয়েছি তা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব।” আগের চেয়ারম্যানের আমলে যে সব দুর্নীতির অভিযোগ উঠেছে তা নিয়ে তদন্ত এখন হবে না? গৌতমবাবু বলেন, “এখনই মন্তব্য করব না।”
দুর্নীতির অভিযোগে শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যকে পদ থেকে সরানো হয়েছে বলে মনে করেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। এসজেডিএ-এর প্রাক্তন চেয়ারম্যান অশোকবাবু বলেন, “ত্রিফলা আলো, জোড়াপানির মাটি কাটা, ক্লোজড সার্কিট টিভি বসানোর কাজে বহু কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। সে জন্য আগের চেয়ারম্যানকে সরানো হয় বলে আমাদের অনুমান। তা হলে তদন্তের নির্দেশ দিতে দেরি কেন? নাকি তৃণমূলের ভাবমূর্তি ঠিক রাখতে যাবতীয় দুর্নীতির অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে?” এমন হলে কিন্তু, বর্তমান চেয়ারম্যানকেও শিলিগুড়ি-জলপাইগুড়ি সমেত রাজ্যের মানুষের কাছে জবাবদিহি করতে হবে বলে প্রাক্তন পুরমন্ত্রীর অভিমত।
নতুন দায়িত্বে গৌতম দেব। —নিজস্ব চিত্র।
একইসঙ্গে এসজেডিএ নিয়ে ওঠা পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত দাবি করেছেন এসজেডিএর দুই সদস্য তথা তৃণমূল নেতা নান্টু পাল ও জ্যোৎস্না অগ্রবাল। নান্টুবাবু বলেন, “এসজেডিএর কাজে গতি আনতে গৌতম দেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্নীতি নিয়ে যে অভিযোগ উঠেছে তা তদন্তের পরেই পরিস্কার হয়ে যাবে। তার আগে পরিস্কার করে কিছু বলা সম্ভব নয়।”
দুর্নীতির অভিযোগের বিষয়ে সঠিক চিত্রটি তদন্ত হলেই স্পষ্ট হবে বলে মনে করেন জ্যোৎস্না অগ্রবালও। তবে তার মতে যারা দুর্নীতির অভিযোগ তুলছেন সেই বামফ্রন্টই দুর্নীতির পাহাড় গড়েছে। তিনি বলেন,“ আমরা একটাই ভুল করেছি। এসজেডিএর দায়িত্বে আসার পরেই আমাদের অশোকবাবুদের সমস্ত দুর্নীতি ফাঁস করা উচিত ছিল। তা না করাতেই আজকে তাঁরা এত বড় বড় কথা বলছেন।” এসজেডিএর সদস্য ও তৃণমূলের জলপাইগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি চন্দন ভৌমিক অবশ্য জানান, গৌতমবাবু সভাপতি হওয়াতে কাজের গতি বাড়বে। শুক্রবার সরকারিভাবে দায়িত্ব নিয়েই গৌতম দেব জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব তিনি এসেজডিএর অসমাপ্ত কাজ শেষ করতে চান। এর মধ্যেই তিনি চতুর্থ মহানন্দা সেতু ঘুরে দেখেছেন। তার দু’পাশে থাকা কয়েক ঘর বাসিন্দাদের পুনর্বাসন সমস্যাও খতিয়ে দেখা হয়েছে। তারা খুব দ্রুত এ’বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এ ছাড়া গত দু’বছরে অডিট রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.