|
|
|
|
টুকরো খবর |
গাঁইতি-ঝুড়ির ভাড়া দেওয়ার ভাবনা রাজ্যেও
নিজস্ব প্রতিবেদন |
একশো দিনের কাজে নিজের কোদাল-গাঁইতি-ঝুড়ি নিয়ে কাজে যান এ রাজ্যের শ্রমিকরা। কেরলের শ্রমিকদের মতোই। তবে কেরলে শ্রমিকরা তাঁদের সরঞ্জামের জন্য ভাড়া পান পঞ্চায়েত থেকেই। পশ্চিমবঙ্গে শ্রমিকরা পান না এক পয়সাও। সম্প্রতি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর আয়োজিত একটি আলোচনা সভায় অধ্যাপক এ বি জর্জ এই তথ্যটি জানান। তিনি বলেন, “একশো দিনের কাজ হল জনকল্যাণের জন্য কাজ। সেখানে শ্রমিকরা তাঁদের নিজেদের সরঞ্জাম বিনা ভাড়ায় কেন ব্যবহার করবেন, এই প্রশ্নটি উঠেছিল কেরলে। ঠিক হয়, মাটি কাটার কাজের মতো প্রকল্পের খরচ হিসেব করার সময়েই পঞ্চায়েত কত কোদাল-ঝুড়ি লাগবে, তার হিসেবও করবে, এবং প্রতিটি সরঞ্জাম পিছু নির্দিষ্ট ভাড়া দেবে।” এখন ৯০ শতাংশ শ্রমিকই সেই ভাড়া পাচ্ছেন, এমনই তথ্য পাওয়া গিয়েছে তাঁদের সমীক্ষায়, জানান টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের এই শিক্ষক। পশ্চিমবঙ্গে কি এই প্রথা চালু করা সম্ভব? পঞ্চায়েত সচিব সৌরভ দাস বলেন, “এ বিষয়টি আমাদের নজরে ছিল না। আমরা এ বিষয়ে চিন্তা-ভাবনা করব।”
|
বেসুতে ফের র্যাগিং, ছয় ছাত্র সাসপেন্ড |
শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (বেসু)-তে র্যাগিং-এর অভিযোগে ছ’জন ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে। হস্টেল থেকে বহিষ্কারও করা হয়েছে তাদের। বেসু সূত্রের খবর, সামনেই বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ। সেই অনুষ্ঠানের জন্য শুক্রবার দুপুরে আর্কিটেকচার বিভাগের প্রথম বর্ষের কয়েক জন ছাত্রের কাছ থেকে জোর করে দু’হাজার টাকা চাঁদা চায় তৃতীয় ও পঞ্চম বর্ষের ওই ছ’জন ছাত্র। বেশ কিছু ছাত্র এবং অভিভাবকেরা বিষয়টি ওই বিভাগের ‘অ্যাকাডেমিক’ বা পঠনপাঠন সংক্রান্ত কমিটিকে জানান। ওই কমিটি সঙ্গে সঙ্গে উপাচার্যকে জানায়, বিনা অনুমতিতে কয়েক জন সিনিয়র ছাত্র প্রথম বর্ষের ছাত্রদের কাছ থেকে চাঁদা তুলছে। অভিযোগ পেয়েই উপাচার্য নিজে আর্কিটেকচারের বিভাগীয় প্রধান এবং অন্য শিক্ষকদের দিয়ে এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধানের ব্যবস্থা করেন। তার পরেই তৃতীয় বর্ষের তিন জন এবং পঞ্চম বর্ষের তিন জন ছাত্রকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন বেসু-কর্তৃপক্ষ। আজ, শনিবার সকাল ৯টার মধ্যে ওই ছ’জন ছাত্রকে হস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন উপাচার্য। বেসু-র রেজিস্ট্রার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, পুরো বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের জন্য সোমবার নতুন একটি কমিটি গড়া হবে। সেই তদন্তে যদি দেখা যায় ওই ছাত্রেরা সত্যিই দোষী, তা হলে তাদের কড়া শাস্তি দেওয়া হবে। উপাচার্য বলেন, “বেসু-তে গত চার বছর র্যাগিং হয়নি। এত দিন পরে এ দিন আবার ওই ঘটনা ঘটায় আমরা সেটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেছি।”
|
রাজবন্দির মর্যাদা চেয়ে অনশন |
রাজ্যের বিভিন্ন জেলের কয়েকশো বন্দি আজ, শনিবার অনশন শুরু করছেন। ওই বন্দিদের অভিযোগ, রাজনৈতিক কারণে গ্রেফতার করা হলেও তাঁদের রাজনৈতিক বন্দির মর্যাদা দেয়নি সরকার। মানবাধিকার সংগঠন এপিডিআরের সম্পাদক ধীরাজ সেনগুপ্তের অভিযোগ, ক্ষমতায় আসার আগে এ ব্যাপারে নানা প্রতিশ্রুতি দিলেও সরকারে আসার পরে তা পালন করেনি তৃণমূল। তিনি বলেন, “রাজবন্দির মর্যাদা দেওয়ার জন্য যে-আইন রয়েছে, তৃণমূল সরকার তা-ও সংশোধন করতে উদ্যোগী হয়েছে।” |
|
|
|
|
|