এ বার কৃষি ও আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাসের পরিকাঠামো আরও মজবুত করল আলিপুর আবহাওয়া দফতর। যার জেরে কলকাতার সঙ্গে রাজ্যের অন্য কিছু গুরুত্বপূর্ণ জায়গারও আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস মিলবে।
শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ জানান, আজ, শনিবার বিশ্ব আবহাওয়া দিবস থেকেই তাঁরা দিঘা, বাঁকুড়া, কৃষ্ণনগর, শ্রীনিকেতন, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি ও কোচবিহারে পাঁচ দিনের পূর্বাভাস জানানো শুরু করছেন। এত দিন সেখানে তিন দিনের পূর্বাভাস মিলত। ওই তথ্য মিলবে আবহাওয়া দফতরের ওয়েবসাইটে। রাজ্যের আরও কয়েকটি জায়গায় স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র চালু করবেন বলেও তিনি জানিয়েছেন। কয়েক দিনের ওঠা-নামার পরে ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়ে তিনি বলেন, “সকালের ঠাণ্ডা ভাব কমতে শুরু করেছে। এর ফলে সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে।”
গোকুলবাবু বলেন, “আবহাওয়ার গতিবিধি আরও বেশি বোঝার জন্য রাজ্যে ৫০টি স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। আগে তিন ঘণ্টা অন্তর আবহাওয়ার তথ্য সংগ্রহ করা হত। এখন প্রতি ঘণ্টায় সেই তথ্য পাওয়া যাচ্ছে। এতে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে।” তাঁর দাবি, উন্নত প্রযুক্তি ও নিবিড় পর্যবেক্ষণের ফলে সাইক্লোন কিংবা ভারী বৃষ্টিপাতের মতো প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস আরও নিখুঁত ভাবে দেওয়া যাচ্ছে। এতে ওই সমস্ত এলাকার বাসিন্দাদের আগাম সতর্ক করা যাচ্ছে। পূর্বাভাস কী ভাবে দেওয়া হয় তা দেখানোর জন্য আজ আলিপুর আবহাওয়া দফতরে প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। |