মন্ত্রীদের নির্দেশ মমতার
বলার আগে করতে হবে তথ্য যাচাই
শিল্পে বিনিয়োগ নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের বাজেট-বক্তৃতার সঙ্গে অর্থনৈতিক সমীক্ষার অমিল নিয়ে তোলপাড় হয়েছে বিধানসভা। এই নিয়ে সমন্বয়ের অভাবের কথা স্বীকারও করে নিয়েছেন শিল্পমন্ত্রী।
শুধু অর্থমন্ত্রীর বক্তব্য নিয়ে নয়, এ বারের বাজেট অধিবেশনে একের পর এক মন্ত্রীর দেওয়া তথ্যে অস্বস্তিতে পড়তে হয়েছে সরকারকে।
এই পরিপ্রেক্ষিতে শুক্রবার, বাজেট অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে তাঁর সরকারের সব মন্ত্রীকেই নিজেদের দফতর সম্পর্কে নিয়মিত ভাবে খোঁজখবর রাখার নির্দেশ দিলেন। সেই সঙ্গেই তাঁর পরামর্শ, বিধানসভায় কোনও তথ্য পেশ করার আগে মন্ত্রীরা যেন ব্যক্তিগত ভাবে তা ভাল করে যাচাই করে নেন।
বিধানসভায় মন্ত্রীদের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর এই লিখিত ফরমান তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসন। তাঁর ফরমানে মন্ত্রীদের প্রতি চাঁছাছোলা ভাষায় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশের মধ্যে আছে:
• নিজেদের দফতরের বিভিন্ন প্রকল্প ও কাজের অগ্রগতি সম্পর্কে সচিবদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়মিত পর্যালোচনা বৈঠকে বসতে হবে।
• কোনও তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত না-হলে বিধানসভায় তা জানানো চলবে না।
• এখন থেকে দফতরের মন্ত্রী ও সচিবদের অনুমোদন ছাড়া কোনও তথ্য বিধানসভায় পাঠানো যাবে না।
এই ফরমানের পরে প্রশাসনের অন্দরে প্রশ্ন উঠেছে, যে-কাজ মন্ত্রীদের এমনিতেই করার কথা, তা নিয়ে খোদ মুখ্যমন্ত্রীকে কেন চিঠি লিখে তাঁদের প্রত্যেককে সতর্ক করে দিতে হল?
সরাসরি জবাব দিচ্ছেন না কেউই। তবে মহাকরণের খবর, রাজ্যের একাধিক দফতরের মন্ত্রীদের দেওয়া পরিসংখ্যান নিয়ে বিধানসভায় যে-বিতর্ক এবং বিভ্রান্তি তৈরি হয়েছে, তাকে অবাঞ্ছিত বলে মনে করছে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল। বিধানসভায় বিভিন্ন মন্ত্রী জবাবি ভাষণে যে-সব তথ্য দিয়েছেন, এ দিনের অধিবেশনে তার অধিকাংশই নস্যাৎ করে দেন মুখ্যমন্ত্রী। অন্য কোনও মন্ত্রীর নাম না-করলেও পূর্তমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পূর্ত দফতর ২০১২-’১৩ সালে ১২২৬ কোটি টাকা খরচ করেছে। কে এখানে কী উত্তর লিখে দিল, সেটা ঠিক নয়। তাতে কিছু যায়-আসে না।”
কংগ্রেসের অসিত মিত্রের প্রশ্নের জবাব দিতে গিয়ে গত সোমবার পূর্তমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার আগে জানিয়েছিলেন, তাঁদের জমানায় রাজ্যে মোট সাড়ে পাঁচ কিলোমিটার নতুন রাস্তা তৈরি হয়েছে। তিনি চার বার ওই প্রশ্নের জবাবে একই উত্তর দেন। এ দিন মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে পরে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের প্রতিক্রিয়া, “শুধু তো পূর্তমন্ত্রী নন। শিল্পমন্ত্রীও তো আর্থিক সমীক্ষার তথ্য খারিজ করে দিয়েছেন। কৃষি বিপণন মন্ত্রী কিষান বাজার তৈরি নিয়ে বাস্তবে কী অবস্থা, তা জানিয়েছেন। তার পরে মুখ্যমন্ত্রীর এই কথা। কোনও মন্ত্রীরই যদি কোনও গুরুত্ব না-থাকে, তা হলেই বুঝে নিতে হবে, কী ভাবে সরকার চলছে! অথবা বলা যেতে পারে, নাচতে না-জানলে উঠোনের দোষ।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.