বাঘমুণ্ডিতে শিক্ষক নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা • বাঘমুণ্ডি |
স্কুলে যাওয়ার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন বাঘমুণ্ডি ব্লকের বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক। বুধবারের ঘটনা। মাগারাম রাজোয়াড় নামে উদ্ভিদবিদ্যা বিভাগের ওই শিক্ষক বাঘমুণ্ডির ছাতাটাঁড় গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, বুধবার সাইকেলে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। সন্ধ্যাতেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁর খোঁজ করতে গিয়ে দেখেন তাঁর মোবাইল বন্ধ। রাতেও ওই শিক্ষক ফেরেননি। তখন বাঘমুণ্ডি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ওই স্কুলের প্রধান শিক্ষক ধনঞ্জয় মণ্ডল বলেন, “ওই দিন উনি স্কুলেও আসেননি। আমাদের কোনও সহকর্মীর সঙ্গে ওঁর দেখা হয়নি।” শিক্ষকের খোঁজ করছে পুলিশ।
|
হামলায় ধৃত
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
পুরকর্মীদের উপরে চড়াও হওয়া ও পুরসভার গাড়ি ভাঙচুরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত লালমোহন খাওয়াস বাঁকুড়ার কেশড়া গ্রামের বাসিন্দা। বুধবার ওই গ্রামে পুরসভার আবর্জনা ফেলতে গিয়ে গ্রামবাসীদের হাতে প্রহৃত হন পুরসভার ১১ জন সাফাইকর্মী।
|
রিকশা চালকদের স্ত্রী ও বাড়ির পরিচারিকাদের স্বনির্ভর করার লক্ষ্যে তিন মাসের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিল পুরুলিয়ার বিবেকানন্দ নগরের একটি সংস্থা। আশু সহিস লেনে সম্প্রতি প্রশিক্ষণ শেষে সংস্থার পক্ষে শ্রীকান্ত গরাই জানান, মূলত পাট ও রেক্সিন থেকে ব্যাগ তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। |