|
|
|
|
সমবায় ব্যাঙ্কের উদ্বোধনে স্কুল ব্যাগ কাঁধে পড়ুয়ারা |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
সমবায় ব্যাঙ্কের উদ্বোধন অনুষ্ঠানে চেয়ার ভরাতে গেল স্কুল পড়ুয়ারা।
শুক্রবার দাসপুরের সোনাখালিতে তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের উদ্বোধন অনুষ্ঠান ছিল। এই উপলক্ষে কাছেই সোনাখালি গার্লস হাইস্কুলে টিফিনে ছুটি ঘোষণা করে দেন কর্তৃপক্ষ। ছুটির পরে স্কুলের ব্যাগ কাঁধে ছাত্রীরা অনুষ্ঠানস্থলে চলে যায়। সঙ্গ দেন বেশ কয়েকজন শিক্ষিকাও। বিষয়টি জানাজানির পরেই হইচই শুরু হয়। সমবায়ের ওই শাখার উদ্বোধক ছিলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য সুনীল অধিকারী বলেন, “আসলে শুভেন্দু এলে কেউ লোকজন না থাকলে কী ভাল লাগবে? তাই অনুষ্ঠানস্থল ভরাতেই ছাত্রীদের নিয়ে যাওয়া হয়েছিল।” তৃণমূলের ব্লক সভাপতি তপন দত্ত “খুবই ছোট ব্যাপার” বলে মন্তব্য করতে অস্বীকার করেন। শুভেন্দুও মন্তব্য করেননি। স্কুল ছুটি দিয়ে দেওয়া প্রসঙ্গে জেলা স্কুল পরিদর্শক সঙ্ঘমিত্র মাকুড় বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।”
স্কুল কর্তৃপক্ষ কী বলছেন?
তৃণমূল পরিচালিত ওই স্কুলের পরিচালন কমিটির সম্পদক ভবানন্দ মাঝি বলেন, “ব্যাঙ্ক কর্তৃপক্ষ আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। এ ছাড়াও শুভেন্দু এলাকায় আসছেন বলে পড়ুয়াদের সঙ্গে শিক্ষিকারা দেখতে গিয়েছিলেন।” স্কুলের প্রধান শিক্ষিকা তাপসী বেরা জানান, টিফিনে ছুটি দেওয়ার বিষয়টি পরিচালন কমিটির বৈঠকে আগেই সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কোন যুক্তিতে? জবাবে নিরুত্তরই থেকেছেন প্রধান শিক্ষিকা ও স্কুলের সম্পাদক।
এ দিকে, দাসপুর-২ ব্লকের সোনাখালি বাজারে ব্যাঙ্কের ২০তম শাখার উদ্বোধন অনুষ্ঠানে শুভেন্দু ফের ভুয়ো আর্থিক সংস্থায় লগ্নি করার ব্যাপারে সাবধান করে দেন। তিনি বলেন, “এখন প্রতিদিনই রাজ্যে নতুন-নতুন চিট ফান্ডের ব্যবসা গজিয়ে উঠছে। চটকদার এই সব প্রলোভনে আপনারা পা দেবেন না। স্বল্প সময়ে টাকা দ্বিগুণ করে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি-কোটি টাকা চিট-ফান্ড সংস্থাগুলি তুলছে। আপনারা সতর্ক হোন।” রাষ্টায়ত্ত ব্যাঙ্ক, ডাকঘর বা সমবায়ে টাকা রাখার উপদেশ দেন শুভেন্দু। বলেন, “সমবায়কে টিকিয়ে রাখতে গেলে আপনাদেরই এগিয়ে আসতে হবে। এখন সমবায়ের মাধ্যমে ধান, আলু সবই কেনা হচ্ছে। সরকার আরও নতুন নতুন প্রকল্প নিচ্ছে। সমবায়ে স্বল্প সময়েই চাষিরা লোন পেয়ে যাচ্ছেন। তাই সমবায়কে টিকিয়ে রাখা আপনাদেরই কাজ। ” শুভেন্দু ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর-২ ব্লকের বিডিও অরূপ মণ্ডল, জেলা পরিষদের বিরোধী দলনেতা অরুণ মুখোপাধ্যায়, তপন দত্ত, কৌশিক কুলভী প্রমুখ। |
|
|
|
|
|