নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগের শেষ ল্যাপে দুই বিদেশির দুই লক্ষ। খেতাবের লড়াইতে না থাকলেও লক্ষটা দু’জনের কাছে দু’রকম ভাবে গুরুত্বপূর্ণ।
প্রথম জন র্যান্টি মার্টিন্স শিল্ড জেতার পর শনিবার লড়াই শুরু করছেন প্রয়াগ ইউনাইটেডকে লিগ তালিকায় যতটা সম্ভব সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার। সঙ্গে সঙ্কল্প, টানা চতুর্থ বার সর্বোচ্চ গোলদাতার ট্রফিটা হাতে নেওয়ার। আর দ্বিতীয় জন টোলগে ওজবের রবিবার লড়াই শুরু মোহনবাগানের অবনমন বাঁচানোর লক্ষ্যে।
লড়াইয়ে সফল হওয়ার প্রশ্নে দুই বিদেশি স্ট্রাইকারের মুখেই দলগত সংহতির জয়গান। র্যান্টি বলছেন, “ব্যক্তি নয়। দল আগে।” টোলগের গলায়, “দলের অবনমন বাঁচানোই প্রধান চ্যালেঞ্জ।”
এ বারের লিগে ২০ ম্যাচে ২০ গোল করে র্যান্টি এই মুহূর্তে শীর্ষে থাকলেও প্রয়াগ পঞ্চম স্থানে (৩১ পয়েন্ট)। শনিবার গ্যাংটকে প্রতিপক্ষ ভাইচুং ভুটিয়ার ইউনাইটেড সিকিম। শুক্রবার দুপুরে সড়ক পথে শিলিগুড়ি থেকে রওনা হয়ে সন্ধ্যায় গ্যাংটকে পৌঁছন এলকোর দল।
অন্য দিকে করিমের দলকে রক্তচক্ষু দেখাচ্ছে চোট-আঘাত। সাসপেনশন থেকে বাঁচা বাগানের ১৫ ম্যাচে পয়েন্ট ৬। জ্বর সারলেও শুক্রবার অনুশীলনে আসেননি ওডাফা। পৈলান অ্যারোজ ম্যাচে খেলার সম্ভাবনা কম। এর মধ্যে আবার এ দিন মেহরাজের ট্যাকলে টোলগে গোড়ালিতে ফের চোট পাওয়ায় কপালে ভাঁজ করিমের। যদিও টোলগে বলছেন, “রবিবার যে ভাবেই হোক মাঠে নামব। তিন পয়েন্ট দরকার।”
|