অভিযাত্রী মৃত
সংবাদসংস্থা • লন্ডন |
প্রথম যে অভিযাত্রী-দল সফলভাবে এভারেস্টের চুড়োয় উঠেছিল তার অন্যতম সদস্য জর্জ লোয়ি(৮৯) মারা গেলেন। ১৯৫৩ সালের ২৯ মার্চ প্রথম এভারেস্টের চুড়োয় ওঠেন এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে। প্রথম থেকে এই সফরে তাঁদের সঙ্গে থাকলেও চুড়োয় ওঠার দিন ১ হাজার ফুট নীচে থাকার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের বাসিন্দা লোয়ি। যাতে হিলারি ও নোরগে ঠিকঠাক ফিরে আসতে পারে তা দেখভাল করতেই লোয়ি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী মারি লোয়ি।
|
উদ্বোধনে পিটবুল, রিহার্সালে শাহরুখ |
শহরে আইপিএল সিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যেতে পারে মার্কিন পপ তারকা পিটবুল-কে। তাঁর সঙ্গে কথাবার্তা মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে। র্যাপের দুনিয়ায় বিখ্যাত এই তারকা গানও লেখেন। ২ এপ্রিল যুবভারতী স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধন। দিনকয়েক পর থেকে অনুষ্ঠানের রিহার্সালও শুরু হচ্ছে। যেখানে থাকার কথা কলকাতা নাইট রাইডার্স মালিক শাহরুখ খানের। ১ এপ্রিল শহরে ঢুকে পড়ার কথা ‘কিং খান’-এর। তাঁর টিম, কেকেআর প্র্যাকটিস শুরু করছে ২৬ মার্চ থেকে। এ দিন যুবভারতীতে অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গেল।
|
পল্টু দাসের প্রয়াণ দিবস পালিত |
ক্লাব সচিব কল্যাণ মজুমদারের কথায় তিনি ইস্টবেঙ্গলে আর্থ-সামাজিক বিবর্তনের পথিকৃৎ। ক্রীড়ামন্ত্রী মদন মিত্রর মননে তিনি ময়দানের অন্যতম সেরা সংগঠক। লাল-হলুদের সেই প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের মৃত্যুবার্ষিকী শুক্রবার এক যুগ পূর্ণ করল। পথশিশুদের শিক্ষার জন্য জন্য খাতা-বই, পেন প্রদানের পাশাপাশি দৃষ্টিহীনদের হাতে ওয়াকিং স্টিক এবং টেপ রেকর্ডার তুলে দেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। সকালে ক্লাবের তরফে মিশনারিজ অব চ্যারিটি’স-এ পোশাক, ফল বিতরণ করা হয়। সেখানে ছিলেন ইস্টবেঙ্গলের অ্যান্ড্রু বরিসিচ এবং অ্যালভিটো।
|
জাতীয় দাবায় অংশ নেননি। তাই এশিয়ান কন্টিনেন্টাল চেস চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন না। সর্বভারতীয় চেস ফেডারেশনের এই ফতোয়াতেই আটকে গেলেন সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। এই ঘটনায় ক্ষুব্ধ বাংলার এই গ্র্যান্ডমাস্টার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জানিয়েছেন, ফিডের নিষেধাজ্ঞা নেই। তা সত্ত্বেও ফেডারেশনের এই নির্দেশে পদক থেকে বঞ্চিত হচ্ছে দেশ।
|
আন্তর্জাতিক টেনিস সংস্থা থেকে বিশেষ অনুমতি নিয়ে বেশি দর্শক টানার লক্ষ্যে বেঙ্গালুরুতে আগামী ৫-৭ এপ্রিল ফ্লাডলাইটে ভারত-ইন্দোনেশিয়া ডেভিস কাপ করছে এআইটিএ। প্রথম ও শেষ দিন খেলা শুরু হবে দুপুর তিনটেয়। দ্বিতীয় দিন বিকেল ৫টায়। খেলা হবে কর্নাটক টেনিস সংস্থার আউটডোর হার্ডকোর্টে।
|
মুকুল দত্ত স্মৃতি কর্মশালা |
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে শুক্রবার আয়োজিত মুকুল দত্ত স্মৃতি কর্মশালায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে যোগ দেন সাংবাদিকতার ৪৫ জন ছাত্রছাত্রী। সারা দিনের কর্মশালায় বক্তব্য রাখেন ময়দানের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিকেরা। |