সিরিজের আগের তিন টেস্টের প্রথম দিনের খেলার ধরনের ব্যতিক্রম হল না দিল্লি টেস্টেও। টস জিতে প্রথমে ব্যাট করার ফায়দা তুলতে পারল না অস্ট্রেলিয়া। এতেই পরিষ্কার, কোটলার উইকেটের মান টেস্ট ম্যাচ হওয়ার উপযুক্ত নয়। যেটা খুবই হতাশাজনক। লো বাউন্স আর অসমান সারফেস দেখে টেস্টের প্রথম দিনই এটাকে চতুর্থ দিনের উইকেটের মতো মনে হচ্ছে। ভারতীয় স্পিনারদের দাপট সত্ত্বেও অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা যে, দলের রান আট উইকেটে ২৩১ পর্যন্ত নিয়ে যেতে পেরেছে তার জন্য ওদের বাহবা দিতেই হয়।
দিনের যে সেশনটা খুব খারাপ ভাবে হাতছাড়া করল অস্ট্রেলিয়া, সেখানে অশ্বিন আর জাডেজার দাপটে খুব অল্প রানে পাঁচ উইকেট চলে গিয়েছিল ওয়াটসনদের। অশ্বিন রীতিমতো বড় পা ফেলে অন্যদের চেয়ে এগিয়ে গিয়েছে এই সিরিজে। টেস্টে বোলিং করার শিল্পটা খুব ভাল ভাবে রপ্ত করছে অশ্বিন। নিয়ন্ত্রণ, বৈচিত্রের পাশাপাশি বোলিংয়ের সময় চমৎকার ধৈর্য রাখতে পারে। সঙ্গে আবার জাডেজা জুড়ি হওয়ায় অন্য প্রান্তেও ব্যাটসম্যানদের সমান চাপে রাখা যাচ্ছে। অশ্বিন-জাডেজা স্পিন জুটির উঠে আসা এই সিরিজের অন্যতম বড় ঘটনা।
কোটলার ফলাফলে বড় ভূমিকা থাকবে উইকেটের। এই উইকেটে ভারত জেতার জন্য ১২০ রানের বেশি রান তাড়া করতে নিশ্চয়ই চাইবে না। এখনই অনেক বল আচমকা নিচু হচ্ছে। যত সময় যাবে ব্যাটিং করা আরও কঠিন হয়ে উঠবে। এই পরিবেশে প্রথম ইনিংসে ৩০০ রানই যথেষ্ট সম্মানজনক স্কোর। দিনের শেষে এই টেস্ট ভারতের দিকে ঝুঁকে রয়েছে ৬০-৪০। |