কোটলার শেষ দিনে বর্ডার-গাওস্কর ট্রফি যখন হাতে তুলবেন মহেন্দ্র সিংহ ধোনি, বিপরীতে দাঁড়িয়ে সেটা কি দেখবেন মাইকেল ক্লার্ক? শুক্রবারের খবর, অস্ট্রেলিয়ান ক্রিকেটের আনুষ্ঠানিক দর্পচূর্ণের দিনে অজি অধিনায়ক সশরীরে থাকতে চান না। সিডনিতে পিঠের ব্যথার চিকিৎসা করানোর জন্য তিনি ক্রিকেট অস্ট্রেলিয়া-র কাছে অনুমতি চেয়েছেন। অনুমতি মঞ্জুর হলে শুক্রবার মাঝরাতেই তিনি দেশে ফেরার বিমান ধরবেন। অর্থাৎ অপেক্ষা করবেন না দ্বিতীয় দিনের খেলা শুরু পর্যন্ত।
ক্লার্কের বক্তব্য হল, সিডনিতে যে ডাক্তারের কাছে তিনি পিঠ দেখান, আর কালবিলম্ব না করে তাঁর কাছে যাওয়া উচিত। প্রশ্ন হল, ক্রিকেট অস্ট্রেলিয়া কি শুক্রবারই চলে যাওয়ার অনুমতি দেবে? এ রকম একটা মানে দাঁড়াতে পারে যে, সমস্যাদীর্ণ টিমকে ফেলে অধিনায়ক একা চলে যাচ্ছেন। এমন একটা ভরাডুবির মধ্যে শিবির এমনিতেই সন্ত্রস্ত। ম্যাচের দ্বিতীয় দিনে তিনি চলে গেলে মনোবল আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। কেউ কেউ এমনও মানে করতে পারে, আইপিএল শুরুর আগে সুস্থ হয়ে উঠতে চান বলেই এত মরিয়া তিনি। |
ক্লার্ক সফরে এসেছিলেন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান এবং অজি ক্রিকেটের যুগন্ধর অধিনায়ক হিসেবে। প্রথম টেস্টের অনবদ্য ব্যাটিং সেই ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছিল। কিন্তু এখন তা ক্রমশ তলানির দিকে। মোহালি টেস্টে চার প্লেয়ারকে সাসপেন্ড করা নিয়ে তাঁর ভাবমূর্তি যে নিজের দেশেও অনেকটা নেমে গেছে, তা নানান গণসমীক্ষাই বলছে। ভারতীয় ক্রিকেট রোম্যান্টিকের অবশ্য মনে হতে পারে, ০-৪-এর চিরলজ্জাকর ইতিহাস নিজের সামনে উন্মোচিত হতে দেখতে চান না বলেই চিকিৎসার বাহানায় দেশে ফিরতে চাইছেন অধিনায়ক। |