|
|
|
|
ব্যাঙ্ককে জঙ্গি নেতারা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
চূড়ান্ত শান্তি চুক্তির রাস্তা পরিষ্কার করতে নাগা জঙ্গি নেতারা আজ কলকাতা হয়ে তাইল্যান্ড পাড়ি দিলেন। তবে এনএসসিএন (আইএম), এনএনসি ও এনএসসিএন (খুলে-কিতোভি) গোষ্ঠীর শীর্ষ নেতারা আলোচনায় বসলেও খাপলাং গোষ্ঠী আলোচনায় যোগ দিচ্ছে না। আইএম নেতা ভি এস আতেম জানান, গোষ্ঠীর কার্যনির্বাহী কমিটি ও রাজনৈতিক কমিটির চার কর্তা এবং খুলে-কিতোভি ও এনএনসি নেতারা গত কালই কলকাতা পৌঁছেছেন। আজ কলকাতা থেকে তাইল্যান্ডের উদ্দেশে রওনা দেন তাঁরা।
এনএসসিএন-এর বড় ঘাঁটি তাইল্যান্ডের চিয়াং মাইতেই ২০০৮ সালে প্রথম শান্তি বৈঠক ও শান্তি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। এরপর গড়া হয় যৌথ ওয়ার্ক গ্রুপ। আতেমের মতে, কেন্দ্রের সঙ্গে শান্তি আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থায় বাস্তব পরিস্থিতিকে উপলব্ধি করে যুক্তিসঙ্গত সমাধানসূত্র খুঁজে পেতে ও আসন্ন চুক্তির শর্তাবলী নির্ধারণ করার জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে আইএম গোষ্ঠী আপস করেছে অভিযোগ করে, খাপলাংরা শান্তি বৈঠক থেকে পিছিয়ে গিয়েছে। বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকলেও আইএম-এর সঙ্গে বৈঠকে খুলে-কিতোভিরা রাজি হয়েছেন। তাদের নেতা সিংগসন বলেন, “গত চার বছর ধরেই আমরা দু’পক্ষের মধ্যে সর্বসম্মত সমাধান খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আইএম ও ভারত সরকারের মধ্যে যে আলোচনা চলছে তা নিয়ে আমাদের কোনও কিছু বলা ঠিক নয়। তবে নাগাভূমিতে সার্বিক শান্তি ফেরাবার লক্ষ্যে আমরা আন্তরিক।” চিয়াং মাইয়ের শান্তি বৈঠক থেকে ফিরে আই-এম নেতারা তিন পক্ষের মতামত-সহ কেন্দ্রের সঙ্গে পরবর্তী শান্তি বৈঠকে মিলিত হবেন। |
|
|
|
|
|