চাকরির আশায় কুড়ি হাজার টাকা দিয়ে একটি সংস্থায় নাম লিখিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং পাশ এক যুবক। চাকরি জোটে ওই সংস্থাতেই। পরে তিনি জানেন সেটি চাকরি দেওয়ার নামে এক প্রতারণার সংস্থা। সেখানেই কাজ করছিলেন ওই যুবক। কিন্তু এক চাকরিপ্রার্থীর অভিযোগের ভিত্তিতে গোয়েন্দাদের হাতে ধরা পড়লেন কুলজিৎ বিশ্বাস নামে ওই যুবক-সহ সংস্থার তিন মালিক অমিতকুমার শর্মা, রণবীর সিংহ ও আনন্দ তিওয়ারি। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অফিস থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আট মাস ধরে রফি আহমেদ কিদোয়াই রোডে বহুজাতিক সংস্থায় চাকরি দেওয়ার অফিস চালাচ্ছিলেন ওই যুবকেরা। বায়োডেটা জমা নেওয়া, ইন্টারভিউ নিয়ে চাকরিপ্রার্থীদের নির্বাচন করা হত সেখানে। ‘জব আড্ডা ডট কম’ নামে একটি ওয়েবসাইটও ছিল তাদের। চাকরির জন্য নির্বাচিত হলে সেই ওয়েবসাইটে ফর্ম ভরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ হাজার টাকা জমা দিতে হত। দেওয়া হত তার রসিদও।
পুলিশ জানায়, বৃহস্পতিবার যাদবপুরের বাসিন্দা অভিজিৎ শূরের থেকে অভিযোগ পেয়ে গোয়েন্দারা ওই চার জনকে ধরে। জানা যায়, কুড়ি হাজার টাকার বিনিময়ে অভিজিৎবাবুকে একটি বহুজাতিক সংস্থায় অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু টাকা দিয়েও চাকরি না মেলায় সন্দেহ হয় অভিজিৎবাবুর। গোয়েন্দা দফতরে অভিযোগ জানান তিনি। ধৃতদের থেকে জানা গিয়েছে, আট মাসে ১০০ জনের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রত্যেকের থেকেই কুড়ি হাজার টাকা নেওয়া হয়েছে। |