ফের বিপত্তি মেট্রোয়। শুক্রবার দুপুর ১২টা নাগাদ চাঁদনি চক স্টেশনে একটি ট্রেন থামতেই চাকার তলা থেকে আলোর ঝলকানি দেখা যায়। চারপাশ ভরে যায় ধোঁয়ায়। যাত্রীরা নেমে আসেন ট্রেন থেকে। তবে মেট্রোর ইঞ্জিনিয়ারেরা পরীক্ষা করে কিছু পাননি। এর জেরে মেট্রো চলাচল মিনিট পাঁচেকের জন্য বিপর্যস্ত হয়। মেট্রো সূত্রে খবর, সাধারণত ‘ব্রেক শু্য’ আটকে এই ঘটনা ঘটে। এ দিনের ঘটনা কেন ঘটেছে, তা নিয়ে অবশ্য কিছু জানাতে পারেননি মেট্রো কর্তারা। মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেন, “ট্রেন থেকে ধোঁয়া বেরোচ্ছে খবর পেয়ে মেরামত-কর্মীরা যান। তাঁরা পরীক্ষা করে কিছু পাননি। ফলে কিছুক্ষণ পরে ট্রেনটিকে আবার চালাতে অনুমতি দিই। ধোঁয়া দেখে এক যাত্রী পুলিশের কাছে বোমাতঙ্কের ভুয়ো অভিযোগ জানান। সেই গুজবের জেরেও ট্রেনের দেরি হয়েছে।”
|
ভাটপাড়ার আর্য সমাজ রোডে এক যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ রাজেশ যাদব নামে ওই যুবককে আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, প্রণয়ঘটিত কারণেই ওই যুবককে হত্যার চেষ্টা হয়েছিল। কিন্তু ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান তথা স্থানীয় তৃণমূল বিধায়ক অর্জুন সিংহের অভিযোগ, পুর স্বাস্থ্য বিভাগের কর্মী রাজেশকে খুনের ছক কষেছিল সিপিএম। অভিযোগ অস্বীকার করেছেন সিপিএমের নেতা নেপালদেব ভট্টাচার্য।
|
‘বিশ্ব জল দিবসেই’ জলের দাবিতে বিক্ষোভ। বন্ডেল রোডের ৬৫ নম্বর ওয়ার্ডের কিছু বাসিন্দা ‘জল দাও’ লেখা প্ল্যাকার্ড নিয়ে শুক্রবার হাজির হন কলকাতা পুরসভার সামনে। পুলিশ ঢুকতে দেয়নি। মেয়রকে স্মারকলিপিও দেন তাঁরা। ওই ওয়ার্ডের কাউন্সিলর আরএসপি-র সুশীল শর্মা বলেন, “জল-সমস্যা বহু দিনের। মেয়রকে বলেছি পুরনো লাইন বদলাতে।” মেয়র জানান, পুরসভা ব্যবস্থা নেবে।
|
জাল পাসপোর্ট নিয়ে কলকাতা বিমানবন্দরে ধরা পড়লেন নদিয়ার এক যুবক। ধৃতের নাম নিখিল বিশ্বাস (২৭)। পুলিশকে তিনি জানিয়েছেন, দালালের পাল্লায় পড়ে অন্য এক ব্যক্তির পাসপোর্টে নিজের ছবি সাঁটিয়ে তিনি কলকাতায় আসেন। তাঁর যাওয়ার কথা ছিল দোহায়। বৃহস্পতিবার একই ভাবে ধরা পড়েছেন শেখ জাকারিয়া (২১) নামে এক যুবক।
|
কালীঘাট এলাকায় তিন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রাতে টহলদার পুলিশ শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দেবী মার্কেটের সামনে ওই তিন নাবালিকাকে বসে থাকতে দেখে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মেদিনীপুরের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা। পড়ে একই স্কুলে। বুধবার নাচের ক্লাস থেকে পালিয়ে তারা কলকাতায় আসে। পুলিশ তিন নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেয়।
|
বড়তলা থানা এলাকার একটি মোবাইলের দোকান থেকে প্রায় ছ’লক্ষ টাকার জাল নোট-সহ দু’জনকে গ্রেফতার করেছে এসটিএফ। পুলিশ জানায়, ধৃত মোজাম্মেল হক ওরফে সিতু এবং পারভেজ শেখ মালদহের কালিয়াচক ও মানিকচকের বাসিন্দা। |