টুকরো খবর
সম্ভাব্য সিএজি প্রশ্নে আপত্তি বামেদের
বিনোদ রাই অবসর নেওয়ার পর সিএজি (কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল) পদে বর্তমান টেলিকম সচিব আর চন্দ্রশেখরকে বসানোর সম্ভাবনায় আগাম আপত্তি জানিয়ে রাখলেন বামেরা। সিএজি নিয়োগের জন্য প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে একটি কলেজিয়াম গঠনের দাবি তুলেছিলেন সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত। কিন্তু কেন্দ্র সেই দাবি খারিজ করে দিয়েছিল। এ বার লোকসভায় এ বিষয়ে আলোচনার দাবি জানান গুরুদাস। কেন্দ্র তাতে আপত্তি জানালেও স্পিকার সম্মতি দিয়েছিলেন। কিন্তু লোকসভায় হট্টগোলের জেরে আলোচনা হতে পারেনি। গুরুদাস বলেন, “এই বিষয়টি নিয়ে বিতর্ক প্রয়োজন। কারণ সরকার বিনোদ রাইয়ের বদলে টেলিকম মন্ত্রকের এমন এক আমলাকে সিএজি পদে নিয়োগ করতে চলেছে, যিনি টু-জি স্পেকট্রাম বণ্টনে কোনও ক্ষতি হয়নি বলে দাবি করেছিলেন। এখন তাঁকে সিএজি পদে বসানো হলে তিনি এই সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষমতাই খর্ব করতে চাইবেন।” সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির অভিযোগ, শুধু সিএজি নয়, কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন, মুখ্য ভিজিল্যান্স কমিশনারের মতো সব প্রতিষ্ঠানেরই সিবিআইয়ের মতো রাজনীতিকরণ করতে চাইছে।

হাইকোর্টের নির্দেশ
সম্পত্তি বলতে দুই সংস্থার প্রায় কিছুই নেই। তাই লগ্নিকারীদের টাকা ফেরাতে টোডি হায়ার পার্চেজ এবং বিসিএল ফিনান্স সার্ভিস লিমিটেডের মালিক নিরঞ্জনলাল টোডিকে অবিলম্বে এক কোটি টাকা জমা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তা না-দিলে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আপাতত আমেরিকায় থাকা নিরঞ্জনবাবুকে জানিয়ে দিয়েছে তারা। লগ্নিকারীদের টাকা ফেরত দিতে অফিসিয়াল লিকুইডেটর নিয়োগ করেছিল হাইকোর্ট। কিন্তু আগেই সরিয়ে ফেলার দরুন বিক্রি করার মতো সম্পত্তি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। শুক্রবার লিকুইডেটরের আইনজীবী কৃষ্ণানন্দ মুখোপাধ্যায় জানান, বছরে ২৪% সুদের প্রতিশ্রুতিতে ১০০ কোটি টাকা আমানত সংগ্রহ করেছিল ওই দুই সংস্থা। কিন্তু মেয়াদ শেষে টাকা ফেরত দিতে পারেনি তারা। সমস্যার সুরাহা করতে গিয়ে লিকুইডেটরও বিক্রি করার মতো সম্পত্তি খুঁজে না পাওয়ায় এ দিন সংস্থা দু’টির মালিককে ওই নির্দেশ দিলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

ডিজেলের দাম বাড়ল ৫৩ পয়সা
ফের দাম বাড়ল ডিজেলের। কলকাতায় তা ৫৩ পয়সা বেড়ে হল ৫২.৫৭ টাকা। শুক্রবার মধ্যরাত থেকেই নতুন দর কার্যকর হয়েছে। এ দিন লিটারে ৪৫ পয়সা দাম বাড়ানোর কথা জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। বিভিন্ন কর-সহ কলকাতায় এই বৃদ্ধি দাঁড়াল ৫৩ পয়সা। তবে এই দাম বাড়ানোর পরও ডিজেলে তাদের লিটারে ৮.১৯ টাকা ক্ষতি হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল।

সহারার শুনানি
অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা নিয়ে সেবির বিরুদ্ধে সহারা কর্ণধার সুব্রত রায়ের আনা মামলার চূড়ান্ত শুনানি শনিবারই শুরু করছে সেবি-র আপিল আদালত। এ দিকে, তাঁকে গ্রেফতার করার জন্য সেবি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর শেয়ার বাজার নিয়ন্ত্রককে খোলাখুলি বিতর্কে বসার জন্য চ্যালেঞ্জ করেছেন সুব্রতবাবু।
পুরনো খবর:

কালো টাকা নিয়ে
কালো টাকা বিতর্কে ৩ বিমা সংস্থার সিইও-র কাছে তথ্য চাইল আইআরডিএ। অভিযুক্ত ৩ ব্যাঙ্ক বিমায় ওই টাকা রাখার কথা বলায় এই পদক্ষেপ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.