কেন্দ্রের প্রত্যাশা পূরণ করতে পারল না স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার (সেল) শেয়ার। কোনও মতে বিক্রি হল বাজারে ছাড়া সংস্থার ২৪.০৩ কোটি শেয়ার। তারও আবার একটা বড় অংশই কিনে নিয়েছে রাষ্ট্রায়ত্ত জীবনবিমা নিগম (এলআইসি)।
বাজার সূত্রে খবর, সেলের মতো তাবড় রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থার শেয়ার বাজারে আসার খবরে গোড়ায় যতটা উত্তেজনা ছড়িয়েছিল, এ দিন তার শেয়ার কেনার ক্ষেত্রে ততটা আগ্রহ চোখে পড়েনি। তথ্য বলছে, বাজারে যতটা শেয়ার ছাড়া হয়েছিল, তা কিনতে ততটা আবেদন জমা পড়েনি। তবে শেষ পর্যন্ত, আগ্রহপত্র পড়েছে ২৪.১৩ কোটি শেয়ার কেনার জন্য। যার দৌলতে ৬৩.০৭ টাকা দরে বিক্রির জন্য নির্দিষ্ট সব শেয়ার বেচে ১,৫১৬ কোটি টাকা ঘরে তুলেছে কেন্দ্র।
সেলের শেয়ার বিক্রিই ছিল চলতি অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থার শেষ বিলগ্নিকরণ। ২০১২-’১৩ সালে এই খাতে মোট ২৩,৯২০ কোটি টাকা হাতে এল কেন্দ্রের। যা ২৪ হাজার কোটির লক্ষ্যমাত্রা থেকে সামান্যই কম। কেন্দ্রের দাবি, এক বছরে এই অঙ্ক সর্বোচ্চ।
সেলের শেয়ার নিয়ে অনাগ্রহের কারণ ব্যাখ্যা করে ফিনশোর ম্যানেজমেন্ট সার্ভিসেসের এমডি লক্ষ্মণ শ্রীনিবাসন বলেন, “এমনিতেই বাজারের অবস্থা খারাপ। তার উপর দেশে-বিদেশে ইস্পাতের চাহিদা কমেছে। তাই ভুল সময় ছাড়া ওই শেয়ার কিনতে লগ্নিকারীরা আগ্রহী হননি।” শেয়ার লেনদেনকারী সংস্থা অ্যাঞ্জেল ব্রোকিং-এর কর্তৃপক্ষও জানান, ২০১৩-’১৪ অর্থবর্ষে সেলের বিক্রি বাড়া নিয়ে সংশয় রয়েছে। তা ছাড়া, তাদের প্রকল্পগুলি শেষ করার সময়সীমা বেড়ে যাওয়ায় খরচও বাড়বে। ফলে কমতে পারে লাভ।
এ দিকে, শুক্রবার ৫৭ পয়েন্ট পড়ে চার মাসের সর্বনিম্ন ১৮,৭৩৫.৬০ অঙ্কে নেমে গেল সেনসেক্স। যার কারণ, রাজনৈতিক ডামাডোলে সংস্কারের গতি রূদ্ধ হওয়ার আশঙ্কা ও সাইপ্রাসের সমস্যা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা। |