অভিবাসন নীতি নিয়ে আরও কঠোর হতে চলেছে ব্রিটিশ সরকার। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ বলে সরকারি সূত্রে খবর।
শুক্রবারই পার্লামেন্টে নতুন অভিবাসন নীতি ঘোষণা করলেন ব্রিটেনের উপ প্রধানমন্ত্রী নিক ক্লেগের। সূত্রের খবর, শুধুমাত্র ভারত, বাংলাদেশ, ও পাকিস্তানের মতো দেশগুলি থেকে আগত পর্যটকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নীতি।
নতুন অভিবাসন নীতি অনুযায়ী ব্রিটেনে কোনও পরিজনের বাড়িতে ছুটি কাটাতে চাইলে, কিংবা কোনও আত্মীয়ের বিবাহবাসর বা শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত থাকতে চাইলে এখন থেকে আগেভাগেই আপনাকে সই করতে হবে একটি বন্ডে। ভিসার সময় অতিক্রান্ত হওয়ার আগেই নিজ দেশে ফিরে আসবেন এই সম্মতিক্রমে আপনাকে আগাম ১০০০ পাউন্ড নগদ গচ্ছিত রাখতে হবে অভিবাসন দফতরের কাছে। আপনার হয়ে বন্ডের অর্থ জমা দিতে পারেন ব্রিটেনে বসবাসকারী পরিজনটিও।
এ ছাড়া অবৈধ অভিবাসীদের ব্রিটেনের মাটিতে চাকরি দেওয়া রুখতেও কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল সরকার। অবৈধ অভিবাসীদের চাকরি দিলে সংশ্লিষ্ট সংস্থার মালিককে ২০,০০০ পাউন্ড জরিমানা দিতে হবে বলে জানালেন ক্লেগ।
অভিবাসন রুখতে ‘নগদ বন্ড’ প্রথা চালু করার প্রস্তাব ব্রিটেনের ইতিহাসে অবশ্য নতুন কিছু নয়। এর আগে ২০০০ সালে তৎকালীন সরকার পার্লামেন্টে এ ধরনেরই একটি প্রস্তাব এনেছিল। তবে যথেষ্ট সমর্থন না মেলায় তা আর কার্যকর হয়নি। নতুন অভিবাসন নীতিও বিরোধিতার মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। |