টুকরো খবর
ব্রিটিশ সামরিক সম্মান মণিপুরীর
এক সময় মণিপুরবাসী নেতাজি ও জাপানি সেনার সঙ্গে মিলে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। যুগ বদলেছে। এ বার যুদ্ধক্ষেত্রে ব্যতিক্রমী সাহসিকতার স্বীকৃতি হিসেবে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান পেতে চলেছেন এক মণিপুরি লেফটেন্যান্ট। ১৯ জুন লেফটেন্যান্ট রবিন সিংহকে ‘কনস্পিকিউয়াস গ্যালাক্সি ক্রস’ পদকে সম্মানিত করবেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রবিন সিংহ প্রথম ভারতীয় বংশোদ্ভুত হিসেবে এই পুরস্কার পাচ্ছেন। রবিন বর্তমানে রয়্যাল মেরিটাইম অক্সিলিয়ারি সার্ভিসে কর্মরত। আফগানিস্তানে ন্যাটো বাহিনীর সদস্য হিসেবে ব্রিটিশ বাহিনীও লড়াই চালাচ্ছে। তেমনই এক অভিযানে রবিন তাঁর দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। সেই সময় তালিবানরা রবিনের কিছু সঙ্গীকে অতর্কিতে ঘিরে ফেলে। বাঙ্কারের নিরাপদ আড়াল থেকে বের হয়ে খোলা জমিতে শত্রুর ৩০ মিটারের মধ্যে এসে গুলি চালাতে থাকেন রবিন। সঙ্গীদের গুছিয়ে নেওয়ার সময় দেন। শেষ অবধি রবিন ও তাঁর বাহিনী তালিবান বাহিনীকে পিছু হঠতে বাধ্য করে। সাহসের স্বীকৃতি হিসেবে পদকের পাশাপাশি ১৫ হাজার পাউন্ড পাচ্ছেন তিনি।

টর্নেডোয় মৃত ১৫ বাংলাদেশে
আসছে ধেয়ে

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো।—নিজস্ব চিত্র
টর্নেডোর হানায় বাংলাদেশে প্রাণ হারালেন অন্তত ১৫ জন। আহত পাঁচশোরও বেশি। শুক্রবার সন্ধেয় এই ঘূর্ণিঝড়ে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার তিনটি উপজেলার কুড়িটি গ্রাম লন্ডভন্ড হয়ে গিয়েছে। ভেঙেছে অজস্র ঘরবাড়ি। সন্ধ্যা ৬টা নাগাদ আকাশ কালো করে প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়। সেই সঙ্গে শিলাবৃষ্টি। ঝড়ে ধানজমির ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে কারাগারের দেওয়াল। কুমিল্লা-সিলেট সড়কে একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাছ ভেঙে পড়ে চলন্ত গাড়ির উপরেও।

আগাম জামিন মুশারফের
বেনজির ভুট্টো হত্যা মামলা-সহ একাধিক মামলায় আগাম জামিন পেলেন পারভেজ মুশারফ। শুক্রবার সিন্ধু হাইকোর্ট মুশারফের ১০ দিনের আগাম জামিন মঞ্জুর করেছে। ২০০৯ সাল থেকে স্বেচ্ছা-নির্বাসনে রয়েছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট। হাইকোর্টের এই রায়ের ফলে দেশে ফিরতে আর কোনও আইনি বাধা রইল না তাঁর। মুশারফের ধারণা, বর্তমানে তেহরিক-ই-তালিবান-সহ একাধিক জঙ্গিগোষ্ঠীর হামলার অন্যতম লক্ষ্য তিনি।

জিল্লুর রহমানের শেষকৃত্য সম্পন্ন
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের শেষকৃত্য সম্পন্ন হল। শুক্রবার ঢাকার বনানীতে স্ত্রী আইভি রহমানের কবরের পাশেই জিল্লুর রহমানকে কবর দেওয়া হয়। তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সেনাবাহিনী কর্তারা এবং আওয়ামি লিগের নেতারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.