টুকরো খবর
উত্তরপত্র নিয়ে পালাল পরীক্ষার্থী
শৌচাগারে যাওয়ার নাম করে ইতিহাস পরীক্ষার খাতা নিয়ে চম্পট দিল আজিবুদ্দিন শেখ নামে এক পরীক্ষার্থী। বাড়ি পূর্বস্থলী থানার লক্ষ্মীপুর গ্রামে। সে কাটোয়ার জানকীলাল শিক্ষা সদনের ছাত্র। কাটোয়া ভারতীভবন স্কুলে তার পরীক্ষার আসন পড়েছিল। কাটোয়ার সহকারী স্কুল পরিদর্শক (মাধ্যমিক) গোলাম মর্তুজা বলেন, “বিষয়টি থানায় জানানো হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকেও জানানো হবে।’’ শুক্রবার রাত পর্যন্ত পুলিশ ওই পরীক্ষার্থীর খোঁজ পায়নি। এ দিনই অসুস্থ হয়ে পরীক্ষা দিতে পারলেন না এক পরীক্ষার্থী। তাঁর নাম জ্যোৎস্না খাতুন। বাড়ি বর্ধমানের জামালপুরের জানকুলি গ্রামে। শুক্রবার জামালপুর হাইস্কুলে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই ছাত্রীর পারিবারিক সূত্রে বলা হয়েছে, এ দিন ছিল ইতিহাস পরীক্ষা। খাতা দেবার পরেই তিনি অসুস্থ হয়ে পড়ায়, এদিন আর পরীক্ষা দিতে পারেননি।

দুর্ঘটনায় মৃত পুলিশের গাড়ির চালক
লরির ধাক্কায় মৃত্যু হল বর্ধমানের কেতুগ্রাম থানার গাড়ির চালকের। নাম মোস্তাফিজুর রহমান (৪৯ ) বাড়ি মুর্শিদাবাদের সালারে। বৃহস্পতিবার রাতে মঙ্গলকোটে লোচনদাস সেতুতে ঘটনাটি ঘটে। শুক্রবার কাটোয়া মহকুমা পুলিশের তরফে তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, কেতুগ্রামের বাদশাহী রোডের পালটিয়া মোড়ে পুলিশের গাড়িটি দাঁড়িয়েছিল। তখনই সিমেন্ট ভর্তি এক লরি ওই গাড়িটিকে ধাক্কা মেরে পালায়। কিন্তু পুলিশের গাড়িটি কিমি দূরে নতুনহাটে লোচনদাস সেতুর কাছে লরিটিকে আটক করে ফেলে। প্রতক্ষ্যদর্শী পুলিশকর্মীরা জানান, মোস্তাফিজুর চালকের আসন ছেড়ে সেতুর উপর নামতেই লরির চালক গাড়ি নিয়ে পালাতে যান। তখনই চাপা পড়েন মোস্তাফিজুর। পরে লরিটি বর্ধমানের দিকে রওনা দেয়। মঙ্গলকোট থানার পুলিশ লরিটিকে ধাওয়া করে। ভাতার থানার পুলিশও নর্জা মোড়ে ব্যারিকেড করে। তখন লরিটিকে রাস্তায় রেখে চালক খালাসি জমি দিয়ে পালিয়ে যায়। পরে অবশ্য পুলিশ লরিটিকে আটক করেছে। তবে চালক পলাতক।

খুনের অভিযোগে জেল
স্ত্রীকে খুনের অভিযোগে ছোটবৈনান স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক প্রবীর যশকে শুক্রবার আদালতে হাজির করাল পুলিশ। সিজেএম আদালতের বিচারক আগামী এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। দিনই গ্রেফতার করা হয় তাঁর মা পূর্ণিমা যশকেও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ছুরি মেরে স্ত্রী সুপ্রভা (২৩ ) ওরফে শিল্পীকে খুন করায় অভিযুক্ত ওই শিক্ষক। পরে তিনি বিষ খেয়ে আত্মহত্যারও চেষ্টা করেন। তাঁকে মেমারির গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। মৃতার পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছিল, শিল্পীর উপর শারীরিক মানসিক নির্যাতন করা হত তাঁর শ্বশুরবাড়িতে। বুধবার সকালে স্ত্রীকে খুনের পর মাকে নিয়ে তিনি পালিয়ে যান বলেও অভিযোগ।

বালিকাকে ধর্ষণের নালিশ
আট বছরের বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার পূর্বস্থলীর ব্লকের মধ্যশ্রীরামপুর এলাকার কুণ্ডুপাড়ার ঘটনা। দিনই ওই বালিকার পরিবারের তরফে লালু শীল নামে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। দিনই সন্ধ্যা ছ’টা নাগাদ কালনা থানার ছোটমিত্রপাড়ার বাসিন্দারা থানার সামনে অন্য একটি ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায়। তাঁদের অভিযোগ, ১৯ মার্চ এলাকার দুই যুবক এক কিশোরিকে ধর্ষণের চেষ্টা করে। তবে অভিযোগ করার পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তবে দিন বিক্ষোভ চলাকালীনই পুলিশ ওই অভিযুক্তের এক আত্মীয় কাজল বারুইকে গ্রেফতার করে। এরপরেই বিক্ষোভ উঠে যায়।

প্রতারণায় ধৃত
এক গৃহবধূকে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক অর্থ লগ্নি সংস্থার এজেন্ট। পুলিশ জানায়, তাঁর নাম নন্দকুমার পাল। বৃহস্পতিবার রাতে বর্ধমান স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “হুগলির বলাগড়ের বাসিন্দা কেয়া রায়কে ব্যাঙ্ক ঋণ পাইয়ে দেওয়ার নাম করে সাত হাজার টাকা হাতিয়ে নেন তিনি। দেবাশিস নীহার মজুমদার নামে আরও দু’জন এই ঘটনায় জড়িত।” বর্ধমান থানার আইসি দিলীপকুমার গঙ্গোপাধ্যায় বলেন, “ওই প্রতারণা চক্রের বেশিরভাগই চন্দননগরের বাসিন্দা। আমরা ধৃতকে পুলিশ হেফাজতে নিতে চেয়েছিলাম। তবে আদালত তাঁকে জেল হাজতের নির্দেশ চেয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

ছিনতাইয়ে ধৃত
একটি বন্ধ কাগজকলের নিরাপত্তারক্ষীদের বন্দুক নিয়ে পালানোর অভিযোগে বৃহস্পতিবার দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হলেন কাটোয়ার গাঙ্গুলিডাঙার নৌশাদ শেখ ও শ্রীখণ্ডের বামা মাঝি। কাটোয়ার শ্রীখণ্ডের কাছে বর্ধমান-কাটোয়া রোডের উপর ওই কাগজকলটি কিছুদিন ধরে ‘লক আউট’ হয়ে রয়েছে। শুক্রবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে নিরাপত্তারক্ষীদের বন্দুকের খোঁজ পাওয়া যাবে।

দুষ্কৃতী গ্রেফতার
ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে সুকুর শেখ নামে এক দুষ্কৃতীকে বৃহস্পতিবার গ্রেফতার করল মঙ্গলকোট পুলিশ। তার বাড়ি মঙ্গলকোটেরই বক্সিনগর গ্রামে। পুলিশ ধৃতের কাছ থেকে একরাউন্ড কার্তুজ -সহ একটি স্বয়ংক্রিয় পাইপগান উদ্ধার করেছে। ধৃতের বিরুদ্ধে তৃণমূল কর্মী কচি শেখ খুনের অভিযোগ রয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.