অবৈধ নির্মাণ নিয়ে আপত্তি তোলায় কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি দেওয়ায় হয়েছিল। বৃহস্পতিবার শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডের চানাপট্টিতে অভিযুক্তকে অবৈধ নির্মাণের অংশ ভেঙে ফেলার জন্য ৩ দিন সময় দিয়ে চিঠি পাঠানো হয়েছে পুরসভার তরফে। অন্যথায় পুরসভার তরফে তা ভেঙে দেওয়া হবে। দলের কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেসের জেলা সভাপতি তথা মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার। এ দিন তিনি বলেন, “পুলিশের সঙ্গে এ ব্যাপারে কথা বলব। তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলব।” মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “৬ নম্বর ওয়ার্ডে চানাপট্টি এবং ৯ নম্বর ওয়ার্ডে দুটি অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ দিন তাদের চিঠি দিয়ে অবৈধ অংশ ভেঙে দিতে বলা হয়েছে। অন্যথায় পুরসভার তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” মেয়রের সঙ্গে সহমত পোষণ করেন কংগ্রেস কাউন্সিলর তপন দত্ত, দেবশঙ্কর সাহা, সুজয় ঘটকরাও।
|
মালদহের রতুয়ার দেবীপুর গ্রাম পঞ্চায়েতে নলকূপ নিয়ে দুর্নীতির ঘটনায় তদন্তে নামল প্রশাসন। তিন দিনের মধ্যে পঞ্চায়েত প্রধানের কাছে ওই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে। রতুয়া-১ -এর বিডিও নীলাঞ্জন তরফদার এ দিন এই প্রসঙ্গে বলেন, “অভিযোগ পেয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে। অনেক নলকূপের হদিস মেলেনি। প্রধানের কাছে তিন দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে।” পঞ্চায়েতে বরাদ্দ ৬২ নলকূপ বসানো কেন্দ্র করে কংগ্রেস প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বুধবার ওই পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল। পুলিশ ও প্রশাসন গিয়ে তালা খুলে কর্মীদের উদ্ধার করে। বরাদ্দ ৬২টি নলকূপের ২৮টি হদিস মেলেনি।
|
কৃষ্ণ মায়া মেমোরিয়াল নেপালি হাইস্কুলে পরীক্ষা দিতে আসা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশের বিরুদ্ধে ইলেকট্রিকের সুইচ বোর্ড, চেয়ার টেবল ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার ভাঙচুরের ঘটনা নিয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিককে কর্তৃপক্ষ অভিযোগও করেন কর্তৃপক্ষ। ওই স্কুলে পরীক্ষা দিচ্ছে নীলনলিনী বিদ্যামন্দিরের ছাত্ররা। তাদের একাংশই ভাঙচুর করেন বলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানান কৃষ্ণ মায়া স্কুল কর্তৃপক্ষ। নীলনলিনী স্কুলের প্রধান শিক্ষক পার্থ সারথি দাস বলেন, “ছাত্ররা ভাঙচুর করেছে বলে অভিযোগ পেয়েছি। ওই স্কুলে গিয়ে পরিস্থিতি দেখব। স্কুল পরিচালন কমিটিতে আলোচনা করে কোনও ব্যবস্থা করা যায় কি না নিশ্চয়ই দেখা হবে।” |