প্রাক্তন এক শিক্ষকের দানের টাকায় তৈরি হয়েছে স্কুলের গ্রন্থাগার ভবন। চাকদহের বিষ্ণুপুর হাইস্কুলের দোতলায় প্রায় ৪০০ বর্গ ফুটের এই ভবনটি তৈরি করতে লেগেছে প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা। পুরো টাকাটাই দিয়েছেন ওই স্কুলের ইংরেজির প্রাক্তন শিক্ষক দুলালচন্দ্র ঘোষ। ১৯৬৪ সালে ওই স্কুলে যোগ দিয়েছিলেন দুলালবাবু। চোদ্দ বছর আগে অবসর নেন। দুলালবাবু বলেন, “গ্রন্থাগার তৈরি হলে খুশি হব।” প্রধান শিক্ষক মনতোষ সরকার বলেন, “ঘরের অভাবে এত দিন অস্থায়ী ভাবে গ্রন্থাগারটি চালাতে হয়েছে। এখন সেই সমস্যা মিটল।”
|
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত মিঠুন মাঝি ভরতপুরের করন্দি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, অভিযুক্ত যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল ওই কিশোরীর। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বুধবার রাতে ওই কিশোরীকে নিজের বাড়িতে ডেকে ধর্ষণ করে মিঠুন। পরদিন সকালে ওই কিশোরী তার পরিবারের লোককে সব ঘটনা খুলে বলে। কিশোরীর বাবা বৃহস্পতিবার ওই যুবকের বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযুক্ত পলাতক।
|
প্রায় ২৬২ বোতল কাশির সিরাপ-সহ দু’জনকে গ্রেফতার করল বিএসএফ জওয়ানরা। বুধবার রাতে রঘুনাথগঞ্জের পিরোজপুর চরের ঘটনা। ধৃতদের নাম সুনীল কর্মকার ও বিশ্বনাথ কর্মকার। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত দু’জনেরই বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে।
|
ট্রাক্টর উল্টে মৃত্যু হয়েছে এক যুবকের। নাম সত্যজিত্ ঘোষ (৩৬)। বাড়ি সালারের বৈদ্যপুর অঞ্চলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ময়ূরাক্ষী থেকে বালি নিয়ে ফেরার সময় ট্রাক্টরটি কান্দি-সালার রাজ্য সড়কে তালগ্রাম এলাকায় বাঁকের মুখে উল্টে যায়।
|
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মোটর বাইক চালকের। নাম আসাবুল শেখ (২১)। বাড়ি কৃষ্ণনগরের ঝিটকাপোতায়। কৃষ্ণনগর থেকে বাড়ি ফেরার পথে ভাতজাংলা পেট্রল পাম্পের কাছে একটি লরির ধাক্কায় মৃত্যু হয় ওই যুবকের।
|
গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গবাদি পশু মারা গেছে। আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন এক জন। তিনি কান্দি হাসপাতালে চিকিত্সাধীন। বুধবার রাতে ভরতপুরের গুন্দরিয়ার ঘটনা। |