দেবী দুর্গার বহু রূপের এক রূপ ‘বিন্ধ্যবাসিনী’। আমতার রসপুরে ১৬২ বছর ধরে হয়ে আসছে তাঁর পুজো। শারদীয়া পুজোর রীতি মেনেই সাত দিন ধরে চলে পুজো। উদ্যোক্তাদের তরফে পঞ্চানন পাত্র, জয়ন্ত পোল্লেরা জানান, তৎকালীন জমিদার বেণীমাধব ঘোষ মধ্যপ্রদেশের বিন্ধ্যাচলে ভ্রমণে গিয়ে দেবীর পুজো দেখে আকৃষ্ট হন। গ্রামে ফিরে পুজোর প্রচলনও করেন। ১৭ মার্চ শুরু হয়ে পুজো শেষ হয়েছে গত ২৩ মার্চ। এই উপলক্ষে নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেই সঙ্গে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আতসবাজির প্রদর্শনীও ছিল।
|
এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাটি শ্যামপুরের। গত ১৩ মার্চ ক্লাস চলাকালীনই সপ্তম শ্রেণির ওই ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পরে থানায় অভিযোগ দায়ের হয়। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। |