সেলের শেয়ার বিক্রি করা হবে ন্যূনতম ৬৩ টাকা দরে। এই মর্মে কেন্দ্রের বিলগ্নিকরণ সংক্রান্ত কমিটি বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবারই বাজারে আসবে এই শেয়ার। এ বার সেলের মোট ২৪.০৩ কোটি শেয়ার বিক্রি করবে কেন্দ্র। যা সংস্থার মোট শেয়ারের ৫.৮২%। তবে এ দিনের বাজার দরের তুলনায় সেল শেয়ারের দাম ধরা হয়েছে ১.৪১% কম। সেল বিলগ্নিকরণ খাতে কেন্দ্র ঘরে তুলতে চায় ১,৫১৪ কোটি টাকা।
এ দিকে অব্যাহত রয়েছে শেয়ার বাজারের পতন। বৃহস্পতিবারও পড়েছে সূচক। এই দিন সেনসেক্সের পতন হয়েছে ৯১.৩২ অঙ্ক। বাজার বন্ধের সময়ে তা দাঁড়িয়েছে ১৮,৭৯২.৮৭ অঙ্কে। এ নিয়ে টানা পাঁচ দিন ধরে পড়ে চলেছে শেয়ার বাজার। ওই পাঁচ দিনে সেনসেক্সের পতন ৭৭৭.৫৭ অঙ্ক। ফলে অদূর ভবিষ্যতে বাজারের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে যথেষ্ট সংশয়ে বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক আর্থিক সঙ্কটের সঙ্গে এই মূহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আর্থিক সমস্যা। বস্তুতপক্ষে ভারতের বাজারের ওঠা-নামা এখন প্রধানত নির্ভর করছে ইউরোপ, আমেরিকা বা এশিয়ার অন্য বাজারগুলির হাল কেমন যাচ্ছে, তার উপর। বাস্তব পরিস্থিত হল, ইউরোপের সমস্যার শেষ যে কোথায়, তা এখনও বোঝা যায়নি। তাই মাঝে মধ্যেই নতুন নতুন সমস্যার কথা জানা যায়। যার বিরূপ প্রভাবে ধস নামে ভারতের শেয়ার বাজারে। এই প্রবণতার পরিবর্তন এখনই সম্ভব নয়ে বলে বিশ্বাস বিশেষজ্ঞদের। তবে এই মুহূর্তে শেয়ার বাজারের খারাপ হালের জন্য ভারতের অস্থির রাজনৈতিক পরিস্থিতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাঁরা মনে করছেন, ক্রমশ অবস্থা এমন দিকে এগোচ্ছে, যা সাধারণ নির্বাচনকে এগিয়ে আনতে পারে। সে ক্ষেত্রে থমকে যেতে পারে আর্থিক সংস্কার কর্মসূচি।
পাশাপাশি, পরিকাঠামো উন্নয়নের যে-পরিকল্পনার কথা কেন্দ্র ঘোষণা করে, তা কার্যকর করার বিষয়টি তেমন এগোয়নি। এটাও লগ্নিকারীদের হতাশ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাজার বিশেষজ্ঞ অজিত দে বলেন, “পরিকাঠামো উন্নয়ন নিয়ে অনেক কথা খরচ করা হয়েছে ঠিকই। কিন্তু কাজের কাজ এখনও হয়নি। ওই পরিকল্পনা কার্যকর হলে শেয়ার বাজারে জোয়ার আসত।” উল্টে সেলের মতো সংস্থার শেয়ার যে-দামে বিক্রি করা হচ্ছে, তা বাজারের তুলনায় কম হওয়ায় চিন্তিত অজিতবাবুর মতো অভিজ্ঞ বিশেষজ্ঞরা। তিনি বলেন, “বাজারের হাল খারাপ। তা সত্ত্বেও রাজকোষ ঘাটতি মেটাতে রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি করা হচ্ছে। এটাও লগ্নিকারীদের মনে হতাশার সৃষ্টি করছে বলে আমার বিশ্বাস।” |