এই বারে একটু অ্যাপল কোম্পানির সঙ্গে পরিচয় করিয়ে দিই। পয়লা এপ্রিল ১৯৭৬ সালে অ্যাপল-এর জন্ম আমেরিকার ক্যালিফোর্নিয়াতে।
এই মুহূর্তে অ্যাপল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা (স্যামসাং-এর পরেই)। এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক (স্যামসাং এবং নোকিয়ার পরেই)। কিন্তু উদ্ভাবনী ক্ষমতায় অ্যাপল-কে ছোঁয় কার সাধ্যি! প্রয়াত জাদুকর স্টিভ জোবসের হাত ধরে প্রতিনিয়ত ম্যাজিক দেখিয়ে অ্যাপল আজ সারা পৃথিবীর নয়নের মণি। ২০১২ সালে অ্যাপল-এর সারা পৃথিবীতে কত টাকার বিক্রিবাটা হয়েছে জানেন? ৮ লক্ষ কোটি টাকার। হ্যাঁ, ঠিক পড়েছেন। ৮ লক্ষ কোটি!
অ্যাপল-এর সঙ্গে স্যামসাং-এর সংঘাত এক অসাধারণ রোমহর্ষক কাহিনি, যা এখনও প্রতিনিয়ত বিশ্বজুড়ে এক নতুন আকার নিচ্ছে। কিন্তু সেই গল্প অন্য দিন বলব। আজ আমাদের বিষয় অ্যাপল বনাম ব্ল্যাকবেরি। বা বলা ভাল অ্যাপল আইফোন ৫ বনাম ব্ল্যাকবেরি জেড১০-এর লড়াই। ‘স্মার্ট ফোন’-এর জনক ব্ল্যাকবেরি বছর কয়েক আগে এই লড়াইয়ে একদম পিছিয়ে পড়েছিল। গত বছর এই সময় ‘রিম’ (যারা ব্ল্যাকবেরি বানায়), প্রায় খাদের কিনারায় চলে যায়। সারা পৃথিবীর বিশেষজ্ঞরা প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন ব্ল্যাকবেরির ভবিষ্যৎ নিয়ে। সারা বিশ্বে তখন অ্যাপল-এর আইফোন এবং স্যামসাং-এর ‘গ্যালাক্সি’ নিয়ে মাতামাতি চলছে। ব্ল্যাকবেরি তখন অবলুপ্তির পথে। সেই সময়হ্যাঁ ঠিক সেই সময় (৩০ জানুয়ারি, ২০১৩), রিম তার ভাণ্ডার থেকে বের করল একটি পাশুপত অস্ত্র ব্ল্যাকবেরি জেড১০। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ‘বাপি বাড়ি যা’ বলে ব্ল্যাকবেরি ফিরে এল লড়াইয়ে। আর এখন? লঞ্চ করার এক মাসের মধ্যেই দশ লক্ষ ‘বিবিজেড১০’-এর অর্ডার দেয় একটি মোবাইল পরিষেবা সংস্থা। সেই কথাটা নিশ্চয়ই মনে পড়ছে ‘এ ভাবেও ফিরে আসা যায়’? |
আইফোন ৫ |
ব্ল্যাকবেরি জেড ১০ |
|
|
সাইজ |
৪.৮৭ ইঞ্চি x ২.৩১ ইঞ্চি
x ০.৩০ ইঞ্চি |
৫.১২ ইঞ্চি x ২.৫৮ ইঞ্চি
x ০.৩৫ ইঞ্চি
|
ওয়েট |
৩.৯৫ আউন্স/ ১১২ গ্রাম |
৪.৭৮ আউন্স/ ১৩৬ গ্রাম |
ডিসপ্লে স্ক্রিন |
৪ ইঞ্চি ওয়াইড স্ক্রিন রেটিনা
ডিসপ্লে ১১৩৬ x ৬৪০
রেজলিউশন
|
৪.২ ইঞ্চি
১২৮০ x ৭৬৮
রেজলিউশন
|
প্রসেসর |
১ জিএইচজি ডুয়াল কোর |
১.৫ জিএইচজি ডুয়াল কোর |
র্যাম |
১ জিবি |
২ জিবি |
স্টোরেজ |
১৬ জিবি, ৩২ জিবি এবং
৬৪ জিবি মডেল
|
১৬ জিবি মডেল থেকে মাইক্রো
এসডি সমেত ৩২ জিবি পর্যন্ত
|
ক্যামেরা |
৮ মেগাপিক্সেল আইসাইট
রিয়ার ক্যামেরা ১.২ মেগাপিক্সেল ফ্রন্ট
|
৮ মেগাপিক্সেল
রিয়ার ক্যামেরা ২ মেগাপিক্সেল ফ্রন্ট
|
অপারেটিং সিস্টেম |
অ্যাপল আইওএস |
ব্ল্যাকবেরি টেন |
অ্যাপ্লিকেশনস |
প্রায় ৭,৭৫,০০০ |
প্রায় ৭০,০০০ |
বিশেষত্ব |
ফেস টাইম এইচডি: ওয়াই ফাই অথবা
এয়ার-প্লে, এয়ার-প্রিন্ট, অ্যাপল টিভির
মাধ্যমে টিভিতে বিষয়বস্তু স্ট্রিম করার সুবিধা/
তা ছাড়া ফোন থেকে ওয়্যারলেস
পদ্ধতিতে প্রিন্ট করার সুবিধে |
আলাদা অ্যাকাউন্ট তৈরি করে তাঁদের ব্যক্তিগত
জীবন
এবং কর্মক্ষেত্রকে ভিন্ন রাখতে পারেন ব্ল্যাকবেরি
হাব,
স্ক্রিনের বাঁ দিকে কুইক সোয়াইপের মাধ্যমে
চটজলদি
ই-মেল অ্যাকসেসের সুবিধে। অন্য অ্যাপ্লিকেশন
ব্যবহারের
সময়ও অন্যান্য কাজ করতে পারে এই ফোন |
দাম |
আনুমানিক ৪২,০০০ টাকা |
আনুমানিক ৪০,০০০ টাকা |
মতামত |
বেশ ফ্যাশনদুরস্ত এই ফোন |
ব্যবসার ক্ষেত্রে এর জুড়ি মেলা ভার |
|
আসুন, একটু দেখে নেওয়া যাক আইফোন ৫ বনাম ব্ল্যাকবেরি জেড১০ কে কোথায় দাঁড়িয়ে।
আপনি যদি তুল্যমূল্য বিচার করেন এবং যদি অ্যাপল-প্রেমীরা আমাকে ক্ষমা করে দেন, তা হলে বলতেই হবে এই লড়াইয়ে একটু হলেও ব্ল্যাকবেরি জেড১০ কিন্তু এগিয়ে আছে। দামের বিচারে যা পাচ্ছেন তা মাপলে আপনি আমার সঙ্গে একমত হবেন।
কিন্তু সেটা বোধহয় সঠিক মূল্য নয়। আসলে শিল্পের সঙ্গে শিল্পীর ঠিক তুলনা চলে না। যদি আপনি সৌন্দর্যের পূজারি হন, তা হলে স্লিক, ঝকঝকে, দুর্দান্ত ছবি, দারুণ রং, দারুণ ক্যামেরা এক কথায় সেক্সি আইফোন ৫ আপনার চাইই চাই।
কিন্তু যদি ব্যবহার দেখেন, গুণ দেখেন, শক্তি দেখেন, ব্যবসাসুলভ প্রয়োজন দেখেন, তা হলে কিন্তু ‘কর্পোরেট’ ব্ল্যাকবেরি জেড১০ আপনার সঙ্গী হওয়া চাই।
শেষ বিচারটা না হয় আপনার ওপরেই ছেড়ে দিলাম। |