টুকরো খবর |
ভল্ট কেটে চুরির চেষ্টা ব্যর্থ ব্যাঙ্কে
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
দুষ্কৃতী দৌরাত্ম্য অব্যাহত কোচবিহারে। এ বার ব্যাঙ্কের ভল্ট কেটে টাকা চুরির চেষ্টা। মঙ্গলবার রাতে কোতোয়ালির জিরানপুর এলাকায় উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের জিরানপুর শাখায় ওই ঘটনা ঘটে। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের পেছনের দিকের জানালার গ্রিল কেটে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে। পাকাপোক্ত সিমেন্টের ঢালাই ভেঙে ভল্ট সরিয়ে টাকা লুঠের চেষ্টা করে। শেষ পর্যন্ত তা কাটতে পারেনি। বুধবার ব্যাঙ্ক খোলার পরে কর্মীরা ঘটনাটি দেখে পুলিশকে খবর দেন। জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “চুরির চেষ্টা করলেও দুষ্কৃতীরা কিছু নিতে পারেনি। তদন্ত চলছে।” মঙ্গলবার কাজ করে ব্যাঙ্কে সামনে তালা ঝুলিয়ে কর্মীরা বাড়ি চলে যান। নৈশ প্রহরী না থাকায় দুষ্কৃতীরা সহজে পেছনের জানালা খুলে গ্রিল কেটে ঢোকে। এ দিনের ঘটনা নিয়ে গত চার মাসে কোচবিহারে উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের ৬টি শাখায় দুষ্কৃতীরা হামলা চালায়। তার মধ্যে তিনটি শাখায় টাকা চুরির ঘটনা ঘটে। অন্য তিনটি শাখায় চুরির চেষ্টা হয়। ডিসেম্বরে বক্সিরহাটের জোড়াইয়ে ভল্ট কেটে চার লক্ষাধিক টাকা চুরি হয়। জানুয়ারিতে রাজারহাট ও ভেটাগুড়ি শাখায় চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে জিরানপুরে ঘটনার আগে ডিসেম্বর মাসে মেখলিগঞ্জ ও বানেশ্বর শাখায় চুরির চেষ্টা হয় বলে অভিযোগ। চলতি মাসে কোতোয়ালি থানার ডাউয়াগুড়িতে দুইটি ডাকাতি এবং পূর্ব খাগরাবাড়ি ও নাটাবাড়িতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠের অভিযোগ রয়েছে। এর মধ্যে মঙ্গলবার রাতে ফের ব্যাঙ্কে চুরির চেষ্টার ঘটনায় বিভিন্ন মহলে আতঙ্ক বেড়েছে।
|
পথ দুর্ঘটনায় মৃত ২
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছোট গাড়ির চালক-সহ দুই জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জখম হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার গভীর রাতে কোচবিহারের কোতোয়ালি থানা এলাকার পুন্ডিবাড়ির লোহারপুলের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতদের নাম খুরশিদ আলম (২৩)। তিনি ছোট গাড়ির চালক। অন্য জনের নাম আসরফ আলি (৪০)। তিনি ওই গাড়ির যাত্রী ছিলেন। তাঁদের বাড়ি পুন্ডিবাড়ির কালারায়েরকুঠি এলাকায়। জখমরা সকলে ছোট গাড়ির আরোহী বলে পুলিশি সূত্রে জানা গিয়েছে।
|
মৃতদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
বুধবার কালিয়াচক থানার পাগলা নদীর সেতু লাগোয়া এলাকা থেকে দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। নিহতের নাম ইব্রাহিম শেখ (২২)। তিনি কালিয়াচক বাজারের সবজি বিক্রেতা। বাড়ি খাসচাঁদপুরে। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় জানান, ওই যুবককে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের কারণ জানতে তদন্ত চলছে।
|
বালিকা ধর্ষণের চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
সাত বছরের বালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার দুপুরে রায়গঞ্জ থানার চন্ডিতলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ধৃতের নাম রুস্তম দাস। পেশায় গাড়ি চালক রুস্তমের বাড়ি ওই এলাকায়। রবিবার দুপুরে বাড়ি ফাঁকা থাকায় রুস্তম বালিকার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। বালিকার চিৎকারে কয়েক জন প্রতিবেশী চলে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।
|
৪৮০০ সিভিল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
আইনশৃঙ্খলা, ট্রাফিক নিয়ন্ত্রণ, জরুরি অবস্থায় পুলিশ ও প্রশাসনের কাজে সহায়তার জন্য মালদহ জেলায় ৪৮০০ সিভিল পুলিশ নিয়োগ করা হচ্ছে। আজ, বৃহস্পতিবার থেকে ১৫টি থানা থেকে নিয়োগের ফর্ম বিনামূল্যে বিলি করবে জেলা পুলিশ। ২০ থেকে ৩০ বছর বয়সী মাধ্যমিক পাশ যুবকেরা আবেদন করতে পারবেন। এনসিসি, এনএসএস অগ্রাধিকার পাবেন। ২১ থেকে ৩১ মার্চ ফর্ম বিলি। জমার শেষ দিন ৩১ মার্চ। নিযুক্তদের নিজেদের এলাকায় কাজে লাগানো হবে।
|
মাছ ধরছে স্কুল পড়ুয়ারা
|
গরম পড়তেই জল কমেছে উত্তরের অনেক নদীতে। সে কথা মাথায় রেখে কৌটোয় খাবার দিয়ে মাছ ধরছে স্কুল পড়ুয়ারাও। যে কোনদিন জলঢাকা নদী লাগোয়া ময়নাতলি এলাকায় গেলেই ওই দৃশ্য দেখা যাবে। পাশাপাশি, রণজিৎ রায়ের মতো পড়ুয়ারা জানায়, বিষ ছড়িয়ে মাছ ধরার বিরুদ্ধেও তারা প্রচার করে। নদীতে মাঝেমধ্যে মরা, খাবি খেতে থাকা মাছ ভেসে ওটা উত্তরবঙ্গে নতুন কিছু নয়। |
|
তথ্য: বিশ্বজ্যোতি ভট্টাচার্য। ছবি: দীপঙ্কর ঘটক। |
অনেক এলাকায় বিষ মিশিয়ে মাছ ধরার চল রয়েছে বলে অভিযোগ। মৎস্য দফতরের উত্তরবঙ্গের ডেপুটি ডিরেক্টর তিমিরবরণ মন্ডল জানান, উত্তরবঙ্গে এ ভাবে মাছ ধরার প্রচলন রয়েছে। ওই পদ্ধতিতে মাছ ধরে মৎস্যজীবীদের লাভ হয়। পাটকিদহ গ্রামের প্রবীণ মৎস্যজীবী শ্যামল দাস, কালীরহাটের বিমল বর্মনরা জানান, শীতের পরে নদীতে জল বেশি থাকে না। জাল দিয়ে মাছ ধরা সম্ভব হয় না। কিন্তু পঞ্চাশটি কৌটোর ফাঁদ পেতে আধ ঘন্টায় ভালই মাছ মেলে।
|
লুঠপাটের ছক, উড়ো চিঠি |
ব্যাঙ্ক লুঠের ছকের কথা জানিয়ে লেখা উড়ো চিঠিতে কোচবিহার শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার সকালে খোলার সময় রাজ্য সমবায় ব্যাঙ্কের তুফানগঞ্জ শাখার গেটের কাছে ওই চিঠি পান কর্মীরা। তা পড়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “পরিচয় গোপন রেখে লেখা চিঠিতে দুষ্কৃতীরা ব্যাঙ্কে ডাকাতির ছক কষে বলে জানানো হয়। ঝুঁকি না নিয়ে সব থানাকে সতর্ক করা হয়েছে।
|
রেল লাইন পরিদর্শন |
দিনহাটা স্টেশনে লুপ লাইনে কাজের অগ্রগতি ঘুরে দেখলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিসনের ডিআরএম বীরেন্দ্র কুমার। রেল সূত্রে খবর, বুধবার ডিআরএম আচমকা ওই স্টেশনে পরিদর্শন করতে যান। লুপ লাইনে হওয়া কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি স্টেশনের সামগ্রিক অবস্থা ঘুরে দেখেন তিনি। |
|