বাড়ি ফাঁকা পেয়ে দু’দিন ধরে ঘরে আলো জ্বালিয়ে পিকনিকের আসর বসিয়েছিল দুষ্কৃতীরা। ভাত রান্না করে খাওয়াদাওয়া হয়েছে। চলে মদ্যপান। তার পর বস্তা বোঝাই করেছে গ্যাস সিলিন্ডার, টেলিভিশন, বাসনপত্র। আলমারি ভেঙে অলঙ্কার, টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীর দল। সেটাও অবসরপ্রাপ্ত এক পুলিশ অফিসারের বাড়িতে। বুধবার এমন ঘটেছে নিউ জলপাইগুড়ি পুলিশ ফাঁড়ির বাড়িভাসা এলাকায়। অতিরিক্ত ডেপুটি পুলিশ সুপার এ রবীন্দ্রনাথ বলেন, “ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। শীঘ্রই দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে।”
ওই বাড়ির বাসিন্দা স্বপনকুমার চন্দ পুলিশের ইন্সপেক্টর পদ থেকে সদ্য অবসর নিয়েছেন। চিকিৎসার ব্যপারে স্ত্রীকে নিয়ে দিন দশেকের জন্য কলাকাতায় যান স্বপনবাবু। সে সময় তিনি বাড়িতে তালা দিয়ে যান। কয়েক দিন আগে তাঁর প্রতিবেশীরা ঘরে আলো জ্বলতে দেখেন। বাড়িতে কাউকে রেখে স্বপনবাবু গিয়েছেন বলে ধারণা করেন তাঁরা। এক দিন পরে বাড়িতে কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয়। বাড়ির পিছনের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। স্বপনবাবু বাড়িতে না থাকায় ঠিক কি কি চুরি হয়েছে তা বুঝতে পারেনি পুলিশ। এ দিন ফেরেন স্বপনবাবু। ঘর থেকে একটি রান্না করে রেখে যাওয়া হাঁড়ি, কড়াই, নোংরা বাসন পাওয়া গিয়েছে। এ ছাড়া দুটি মদের বোতল, সিগারেটের প্যাকেট ও গ্লাস পাওয়া যায়। পুলিশের ধারণা, চুরির আগে কড়াইয়ে রান্না করেছে দুষ্কৃতী দল। ঘরে বসেই খাওয়াদাওয়া করে তারা। বস্তা ভরে মালপত্র নিয়ে যায় দলটি। |