শিলিগুড়ি থেকে পাসপোর্ট আবেদন জমা করার কেন্দ্র সরানোর সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামল দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেস। শিলিগুড়িতে পাসপোর্ট অফিসের কাজ এক দিনও বন্ধ থাকলে পথে নেমে আন্দোলনে নামবেন বলে হুমকি দেন তৃণমূলের জেলা মহাসচিব কৃষ্ণ পাল। বুধবার শিলিগুড়ি জংশন এলাকায় পাসপোর্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে একটি স্মারকিলিপি দেন। সোমবারের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। যুব তৃণমূল সভাপতি প্রবীর রায় বলেন, “উত্তরবঙ্গকে বঞ্চিত করতে কেন্দ্রের চক্রান্ত।” পাসপোর্টের আর্জি গ্রহণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শুভ্রা রায় বলেন,“ আমাদের কাছে কলকাতার আঞ্চলিক কার্যালয় থেকে নির্দেশ এসেছে এই দফতর বন্ধ করে দেওয়া হচ্ছে। কলকাতায় বদলি হওয়ার নির্দেশও এসেছে।” দফতরে দরজার বাইরে নোটিসও লাগানো হয়েছে। উত্তরে ৬ জেলার পাসপোর্টের আবেদনকারীকে কলকাতা বহরমপুরে গিয়ে আবেদন করতে বলা হয়েছে।
এই আবেদন কেন্দ্র বন্ধ করে তার জায়গায় পাসপোর্ট সেবা কেন্দ্র চালু হবে। সরকারি দফতর হলেও ওই পরিষেবা একটি বহুজাতিক সংস্থার মাধ্যমে দেওয়ার বিষয়টি ঠিক হয়। সে কারণেই এই রদবদল। তাতে কেন্দ্রের এক শ্রেণির কর্মীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদেরই এক জন জানান, বহরমপুরেও পাসপোর্ট আবেদন কেন্দ্র ছিল। তা সরিয়ে পরে পাসপোর্ট সেবা কেন্দ্র চালু করা হয়। কিন্তু সেখানে আগে সেবা কেন্দ্র চালু করে তারপর আগের কার্যালয়টি বন্ধ করা হয়েছিল। নতুন বিভাগ চালু হতে অন্তত ৭ মাস সময় লাগবে। ততদিন এখানকার পাসপোর্ট আবেদনকারীকে সমস্যায় পড়তে হবে। কবে পাসপোর্ট সেবা কেন্দ্র চালু হবে তা জানাতে পারেননি পাসপোর্ট আধিকারিক। |