অবৈধ নির্মাণ নিয়ে আপত্তি জানানোয় কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ জানানোর পরেও পুলিশের তরফে কোনও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন উঠেছে। বুধবার ৬ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর রুমা নাথ পুর কমিশনার প্রভুদত্ত ডেভিড প্রধানের দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ব্যক্তিগত কাজে কলকাতায় গিয়েছিলেন মেয়র গঙ্গোত্রী দত্ত। এ দিন তিনি ফিরেছেন জেনে রুমাদেবী তাঁর সঙ্গেও দেখা করেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এ দিন আমেরিকা প্রবাসী প্রদীপ্তবাবুর এক আত্মীয়া সর্বাণী মুখোপাধ্যায় পুর কমিশনারকে ই-মেলে অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগ জানান। তাঁর অভিযোগ, উত্তরাধিকার সূত্রে তিনি ওই বাড়ির জমির পূর্বাংশে অবস্থিত ফ্ল্যাটের অংশীদার। প্রদীপ্তবাবু যে নির্মাণ কাজ করছেন তাতে জমি মালিক তাঁর ঠাকুমা রেনুকা সরকারের সম্মতি নেই। প্রদীপ্তবাবু নির্মাণকাজের ক্ষেত্রে যদি রেনুকাদেবীর সম্মতিপত্র কিছু দাখিল করে থাকেন তা ভুয়ো। তিনি বলেছেন, “ঠাকুমার সঙ্গে কথা বলে জেনেছি তিনি নির্মাণ কাজের অনুমতি দেননি। অবিলম্বে পুরসভার তরফে ওই অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কী ভাবে ওই নির্মাণ কাজ হচ্ছে তা তদন্ত করে দেখুক কর্তৃপক্ষ।”
মেয়র বলেছেন, “একে অবৈধ নির্মাণের অভিযোগ, তার উপর কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি দেওয়া গুরুতর অভিযোগ। কড়া ব্যবস্থা নেওয়া হবে।” শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।” প্রদীপ্তবাবুকে ফোন করা হলে তা বেজে গিয়েছে। এর আগে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। দলের কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দেবশঙ্কর হালদার, সুজয় ঘটক-সহ অনেক কাউন্সিলরই। এমনকী বিষয়টি নিয়ে আলোচনায় না হেঁটে হুমকি দেওয়া নিয়ে তৃণমূলের কয়েকজন কাউন্সিলরও অসন্তোষ প্রকাশ করেন। দেবশঙ্করবাবু বলেন, “কাউন্সিলরকে এ ভাবে হুমকি দেওয়া হচ্ছে অথচ পুলিশ ব্যবস্থা নেয়নি কেন বুঝতে পারছি না।” ক্ষোভ প্রকাশ করেছেন সুজয়বাবুও। তিনি জানিয়েছেন, এ ধরনের অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিলে পরবর্তীতে অনেকেই এর সুযোগ নেবেন।” বারবার নিষেধ উপেক্ষা করে পুরসভার ৯ নম্বর ওয়ার্ডেও একটি নির্মাণ কাজের অভিযোগ উঠেছে লাগোয়া ওয়ার্ডের এক বাম কাউন্সিলরের আত্মীয়র বিরুদ্ধে। সে ব্যাপারেও পুরসভার তরফে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। |