এক স্কুল ছাত্রীর আস্বাভাবিক মৃতুর ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে আলিপুরদুয়ার জংশন এলাকায়। বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মধ্যচেচাখাতা এলাকায় নিজের বাড়িতে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় ওই ছাত্রীর দেহ উদ্ধার করেছে পুলিশ। ছাত্রী পরিবারের অভিযোগ, কিছু যুবক ওই ছাত্রীটিকে উত্ত্যক্ত করত। তার জেরে ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে। যদিও পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “মৃত ছাত্রীর নাম পপি পাল (১৩)। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” মৃত ছাত্রীটির বাবা বিনোদবাবু পেশায় কলা বিক্রেতা। তিনি জানান, পপি আলিপুরদুয়ার জংশন শ্যামাপ্রসাদ বালিকা বিদ্যালয়ে ক্লাস নাইনে পড়। স্ত্রী রিঙ্কু পাল বড় মেয়ে রুম্পিকে নিয়ে একাদশ শ্রেণির পরীক্ষার জন্য স্কুলে যান। পপিকে নিয়ে বাড়িতে ছিলাম। দুপুরে পাশের বাগানে ধনেপাতা আনার জন্য যাই। ফিরে এসে দেখি মেয়ের ঝুলন্ত দেহ। তাঁর অভিযোগ, কয়েকজন যুবক মেয়েকে উত্যক্ত করছিল। গতকাল প্রাইভেট টিউশন পড়ার জন্য বাড়ি থেকে বার হয়। আমি বাজারে যাওয়ার সময় দেখি, দুই যুবক ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখে তারা পালিয়ে যায়। রাতে মেয়ে হস্টেলে চলে যাওয়ার কথাও বলে। অভিযোগ প্রসঙ্গে বিনোদবাবু বলেন, “আমরা শোকাহত। মেয়ের ময়না তদন্তও হয়নি। সব মিটে গেলে অভিযোগ জানাব।”
|
দাবিমত ৫০ টাকা না পেয়ে এক ঠিকাদারের হাত কাটার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল আদালত। বুধবার সকালে আলিপুরদুয়ার মহকুমা আদালতের বিচারক ওই রায় দেন। সরকারী আইনজীবী অলোক কর্মকার জানান, বিচারক অমিত চট্টোপাধ্যায় গোম্ফে ভুজেলকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে ঠিকাদার কল্যাণ বরুয়া ২০০৭ সালে ২ অগস্ট দলসিংপাড়ার গোপাল বাহাদুর বস্তিতে প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজের তদারকিতে যান। সেই সময় গোম্ফে ভুজেল মত্ত অবস্থায় তাঁর কাছে মদ খাবার জন্য পঞ্চাশ টাকা দাবি করেন। খুচরো টাকা না থাকায় কল্যাণবাবু তাকে পরে আসতে বলেন। কিছুক্ষণ পরে একটি ধারাল অস্ত্র নিয়ে গোম্ফে কল্যাণবাবুকে আক্রমণ করেন। পিঠ ও গলায় জখম ছাড়াও কল্যাণবাবুর বাঁহাত কনুই-র নিচ থেকে আলাদা হয়ে যায়। ঘটনার পর ওই ঠিকাদারের মোবাইল, ম্যানিবাগ নিয়ে উত্তরাখণ্ডে পালিয়ে যায়।
|
শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যাপীঠে পরীক্ষা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বুধবার পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়লে ওই ছাত্র প্রিয়তোষ ভট্টাচার্যকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসায় কিছুটা সুস্থ হলে সেখানে বসে ১৫ মিনিট অঙ্ক পরীক্ষা দেন তিনি। প্রিয়তোষের বাবা প্রতাপবাবু জানান, তিনি পরীক্ষা শুরু আগে ছেলেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছিলেন। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর স্কুলের প্রধান শিক্ষক ফোনে জানান প্রিয়তোষের অসুস্থতার কথা। সে সময় তিনি বিধান মার্কেটে ছিলেন। খবর পেয়ে স্কুলে গিয়ে দেখেন প্রিয়তোষের বুকে ব্যথা হচ্ছে। প্রধান শিক্ষক তাঁর ঘরে প্রিয়তোষকে বসিয়ে রেখেছেন। প্রতাপবাবু বলেন, “আমার সঙ্গে পরামর্শ করে এর পর স্কুলের তরফে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।” পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উত্তরবঙ্গ আঞ্চলিক অফিসের উপসচিব উৎপল কুমার বিশ্বাস বলেন, “ছাত্র অসুস্থ হয়ে পড়ার বিষয়টি জেনেছি। ছাত্রটি হাসপাতালে ভর্তি রয়েছে। শুক্রবার তার রসায়নের পরীক্ষা রয়েছে।”
|
জমির দখল নিয়ে গণ্ডগোলে গাছের ডাল দিয়ে পিটিয়ে ভাইকে খুন করার অভিযোগে দাদাকে গ্রেফতার করল পুলিশ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে প্রধাননগর থানার গুলমা চা বাগানে। মৃতের নাম রাজু বরাইক (৪২)। ধৃতের নাম রাজেশ বরাইক। পুলিশ ঘটনার তদন্তে শুরু করেছে বলে জানান শিলিগুড়ির ডেপুটি পুলিশ সুপার ওজি পাল। পুলিশ সূত্রের খবর, রাজু বরাইকরা চার ভাই। একই বাড়িতে থাকেন। ওই বাড়িতে তার মা থাকেন। রাজুবাবু পুরো বাড়ি দাবি করছিলেন অভিযোগ। তা নিয়ে মাঝে মধ্যে তিনি বড় ভাইয়ের সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়তেন। তা নিয়ে একাধিক বার সালিশি সভাও হয়েছে। এ দিনও সালিশি সভা হওয়ার কথা ছিল। তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল শুরু হলে রাজেশ হঠাৎ একটি গাছের ডাল দিয়ে রাজুর মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
|
বকেয়া বোনাস না দেওয়া পর্যন্ত অনশন তুলবেন না বলে জানিয়ে দিলেন বান্দাপানি চা বাগানের ছয় জন শ্রমিক নেতা। সোমবার থেকে বাগানের গেটের সামনে আদিবাসী বিকাশ পরিষদ, সিটু, আরএসপি, গোর্খা জনমুক্তি মোর্চা এবং ইনটাকের নেতারা অনশন আন্দোলন করছেন। বকেয়া বোনাস নিয়ে বুধবার ডুয়ার্সের বীরপাড়ায় সহকারী শ্রম আধিকারিক -এর দফতরে ত্রিপাক্ষিক বৈঠক ভেস্তে যায়। এর পরেই ছয় শ্রমিক নেতা জানিয়ে দেন বোনাস না দেওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। শ্রমিক নেতাদের অভিযোগ, ১১২৬ জন শ্রমিককে ১৭ শতাংশ পুজোর বোনাস দেওয়া হবে বলে সেপ্টেম্বর মাসে কলকাতায় ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়। মালিক পক্ষ তা দেয়নি। আরএসপি-র নেতা গোপাল প্রধান বলেন, “বকেয়া দ্রুত না মেটানো পর্যন্ত অনশন চালিয়ে যাব।”
|
এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার চোপড়ার টেপাগাও এলাকার চা বাগান থেকে। বয়স আনুমানিক ৪০ বছর। এ দিন সকালে বাসিন্দারা দেহটি দেখে পুলিশকে খবর দেয়।
|
নর্দমা থেকে উদ্ধার হল সদ্যজাত শিশুর মৃতদেহ। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে ভারত-ভুটান সীমান্ত শহর জয়গাঁ এলাকায় প্লাস্টিকের প্যাকেটে মোড়া সদ্যজাতের দেহটি পাওয়া যায়। |