|
|
|
|
রাজনীতি দেখছেন অনেকে |
ভোটের মুখে হঠাৎ বদলি ১৮ বিডিও |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারির মুখে এক ধাক্কায় ১৮ জন বিডিও-কে বদলির নির্দেশ জারি করল রাজ্য সরকার। তাঁদের কোনও ব্লকের দায়িত্ব দেওয়া হয়নি। সকলকেই জেলা সদর দফতরে যোগ দিতে বলা হয়েছে।
ভোট আসন্ন হওয়া সত্ত্বেও এ ভাবে বিডিও বদলি করার কারণ কী?
অফিসারদের একাংশের মতে, এই সিদ্ধান্ত যত না প্রশাসনিক, তার চেয়েও বেশি রাজনৈতিক। ভোটের কাজে ওই বিডিও-দের উপরে যে সরকারের আস্থা নেই, এই ‘গণবদলি’ তারই ইঙ্গিত দিচ্ছে বলে ওই অফিসারদের অভিমত। তাঁদের বক্তব্য, আর কয়েক দিনের মধ্যেই যেখানে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা, সেখানে একসঙ্গে এত জন বিডিও-কে বদলি করায় সমস্যায় পড়বে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। প্রশাসনের অন্য একটি অংশ অবশ্য এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখছেন না। তাঁদের বক্তব্য, বদলি কাজেরই অঙ্গ। বিজ্ঞপ্তি জারির আগে সরকার নিজের মতো সিদ্ধান্ত নিতেই পারে।
সব মেনে নিয়েও একাধিক জেলাশাসকের বক্তব্য, পঞ্চায়েত ভোটের প্রস্তুতি এখন জোর কদমে চলছে। বিডিও-রাই নির্বাচনের অধিকাংশ দায়িত্ব পালন করেন। এই পরিস্থিতিতে একসঙ্গে বিডিও বদলির সিদ্ধান্ত যে সমস্যা তৈরি করবে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।” বদলির নির্দেশে যে ১৮ জন বিডিও-র নাম আছে, তাঁদের মধ্যে চার জনই পশ্চিম মেদিনীপুরের। ওই জেলার এক কর্তা বলেন, যুগ্ম বিডিও কিংবা সমমর্যাদার যে-কোনও আধিকারিককে দায়িত্ব বুঝিয়ে দু’দিনের মধ্যে নতুন পদে যোগ দিতে বলা হয়েছে বিডিও-দের। এই সময়ে ওঁরা চলে গেলে নতুন লোক কী ভাবে পঞ্চায়েত ভোটের দায়িত্ব সামলাবেন, তা নিয়েই সংশয় বাড়ছে। |
|
|
|
|
|