|
|
|
|
বিডিও-র বিরুদ্ধে অভিযোগ সভাপতির |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
বিডিও-সভাপতি দ্বৈরথ অব্যাহত জয়পুরে। তাঁর বিরুদ্ধে আনা বিডিও-র অভিযোগকে ‘অভিসন্ধিমূলক, রাজনৈতিক উদ্দ্যেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ দাবি করে বুধবার পুরুলিয়ার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি, কংগ্রেসের শঙ্করনারায়ণ সিংহদেও। ওই অভিযোগে তিনি বিডিও মেঘনা পালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদনও করেছেন।
গত শুক্রবার জয়পুর ব্লক অফিসে বিডিও-র ঘরে একাধিক দাবিতে বিক্ষোভ হয়। বিনা অনুমতিতে বিডিও-র ঘরে ঢুকে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। নেপথ্যে থেকে ওই বিক্ষোভে প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বিডিও। জেলাশাসককে লিখিত অভিযোগে শঙ্করনারায়ণবাবু দাবি করেছেন, ঘটনার দিন তিনি জয়পুরেই ছিলেন না। বিডিও-র ঘরে নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়ে কয়েক জন মহিলার সঙ্গে রক্ষীদের বচসা হয়। এ সময় সাদা পোশাকে থাকা এক নিরাপত্তারক্ষী আগ্নেয়াস্ত্র বের করলে উত্তেজনা তৈরি হয়। ব্লকে উপস্থিত কয়েক জন জনপ্রতিনিধি উত্তেজিত লোকজনকে বুঝিয়ে গেটের বাইরে নিয়ে যান। শঙ্করনারায়ণবাবুর দাবি, ১৯৮৪ সালের পঞ্চায়েত বিধি অনুসারে পঞ্চায়েত সমিতির সভাপতি কোনও বিষয় নিয়ে কোনও উপভোক্তা বা সংশ্লিষ্ট কাউকে বিডিও-র কাছে পাঠাতেই পারেন। “আমরাই কাজের সুবিধার্থে এই ব্লক অফিসের উন্নয়নের কাজ করিয়েছি। আমরা তা নষ্ট করার জন্য কাউকে পাঠাব, এটা কি বিশ্বাসযোগ্য?”প্রশ্ন তাঁর। জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি অবশ্য বলেন, “আমি এ বিষয়ে কোনও অভিযোগ এখনও হাতে পাইনি। উনি কী বলেছেন, আমি জানি না। তবে আইন আইনের পথেই চলবে।” বুধবার এই মর্মে বিডিও মেঘনা পালের কোনও প্রতিক্রিয়া পাওযা যায়নি।
|
|
|
|
|
|