টুকরো খবর |
অটোর ধাক্কায় জখম স্কুলপড়ুয়া, ধৃত চালক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অটোর ধাক্কায় জখম হল প্রথম শ্রেণির এক স্কুলপড়ুয়া। মঙ্গলবার বিকেলে, ব্যারাকপুর স্টেশনের ১৪ নম্বর রেল গেটের কাছে দুধ বাজারে। অটো-সহ চালক ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে, আহত শিশুর নাম শৌভিক ঘোষ। সে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্র। মঙ্গলবার শৌভিক স্কুল থেকে ফেরার সময়ে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিকেল পাঁচটা নাগাদ শৌভিককে স্কুলগাড়ি থেকে স্টেশনের কাছে নামানো হয়। সেখানে শৌভিকের মা-ও ছিলেন। মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময়ে হঠাৎ শৌভিকই হাত ছাড়িয়ে রাস্তার উল্টো দিকে যেতে চেষ্টা করে। তখন পিছন থেকে একটি অটো তাকে ধাক্কা মারে। অটোটি শৌভিকের পায়ের পাতার উপর দিয়ে চলে যায়। তাকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে তাকে ছেড়েও দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে শৌভিকের বাড়ির লোক পুলিশে অভিযোগ করলে পরদিন অটোচালককে গ্রেফতার করা হয়। ব্যারাকপুর থেকে বারাসত যাওয়ার মূল রাস্তার উপরে ১৫ নম্বর রেল গেটটি দীর্ঘ প্রায় ৭-৮ বছর বন্ধ রয়েছে। উড়ালপুল তৈরি হলেও এখনও তা চালু করতে না পারায় ১৪ নম্বর রেল গেটের উপরে যানবাহনের ভিড় ক্রমশ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, ওই রেল গেটটি এক বার বন্ধ হলে আর খুলতে চায় না। ফলে সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে পড়ে। আর তাতেই ট্রাফিক জ্যাম হয়। এ দিনও সেই কারনেই গাড়ির ভিড় ছিল অনেক বেশি। এ দিকে, বুধবার সকালে ব্যারাকপুর-বারাসত রোডের জাফরপুরে ট্রাকের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম নীলম যাদব (২৩)। তিনি একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন। এ দিন সকালে স্কুলে যাওয়ার জন্য বেরোন তিনি। তখনই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
|
হাড়োয়ায় দুষ্কৃতী ধৃত আগ্নেয়াস্ত্র-সহ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
গুলিভর্তি রিভলভার-সহ এক দাগী দুষ্কৃতীকে গ্রেফতার করল হাড়োয়া থানার পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বাসিন্দা ওই দুষ্কৃতী আবির বিক্রমের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার রাতে হাড়োয়ার সোনাপুকুর-শঙ্করপুর পঞ্চায়েতের ঝিকুরিয়া গ্রাম থেকে তাকে ধরা হয়। অন্য একটি ঘটনায় ওই রাতেই বসিরহাটের ত্রিমোহিনী এলাকায় সন্দেহজনকভাবে একটি গাড়িতে ঘোরাঘুরি করতে দেখে ৬ জন যুবককে গ্রেফতার করে পুলিশ। গাড়িটি আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন ডাকাতির অভিযোগে পুলিশের হাতে আগেও ধরা পড়েছিল বলে পুলিশ জানিয়েছে।
|
ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
বিজ্ঞান বিষয়ে মেধা অন্বেষণ পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ হল সোমবার। দেওয়া হয় শংসাপত্র। অনুষ্ঠানটি হয় দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-২ ব্লকে। উপস্থিত ছিলেন জয়নগর-২ ব্লকের বিডিও কমলেশ মণ্ডল, জয়নগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি মসিয়ার রহমান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এলাকার ২১টি বিদ্যালয়ের ৩১১ জন ছাত্রছাত্রী এই পরীক্ষা দিয়েছিল।
|
দিনরাতের ভলিবল গোপালনগরে
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর |
দিনরাতের নকআউট ভলিবল প্রতিোগিতা হয়ে গেল গোপালনগরের পাল্লা এলাকায়। যোগ দিয়েছিল আটটি দল। পাল্লা গণসংগঠন সমন্বয় কমিটি আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে প্লালা স্পোর্টিং ক্লাব ২৪-২১, ২৪-১৩ পয়েন্টে হরিশপুর যুবক সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ংৃম্যান অব দ্য ফাইনাল হন পাল্লার সাকিব আলি। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন হরিশপুরের আশিস রায়। ফাইনালে প্রচুর দর্শক সমাগম হয়েছিল।
|
গ্রেফতার পাঁচ বাংলাদেশি
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর |
সোমবার রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকা থেকে এক মহিলা-সহ পাঁচ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। দালালদের মাধ্যমে চোরাপথে তারা এদেশে ঢুকেছিল বলে পুলিশ জানিয়েছে। ধৃতেরা ঢাকার ভোলা এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, তারা কাজের উদ্দেশ্যে শিলিগুড়ি যাচ্ছিল।
|
স্কুলের সুবর্ণজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বাদুড়িয়া কাদম্বিনী দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হল। তিনদিনব্যাপী উৎসবের সূচনা হয় গত বৃহস্পতিবার। প্রধান শিক্ষিকা লেখা চক্রবর্তী জানান, উৎসবে গুণীজনদের সংবর্ধনা, বিজ্ঞান ও চিত্র প্রদর্শনী, ম্যাজিক, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, নাটক, মূকাভিনয় ও বাজির প্রদশর্নী করা হয়।
|
সমবায়ের নয়া ভবন
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
হিঙ্গলগঞ্জে শেরেরআটি সমবায় উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন হল। গত বৃহস্পতিবার ওই ভবনের উদ্বোধন করেন হিঙ্গলগঞ্জের বিডিও বিশ্বজিৎ বসু। উপস্তিত ছিলেন উত্তর ২৪ পরগনা সমবায় উন্নয়ন সমিতির আধিকারিক মহাদেব বেরা, আঞ্চলিক আধিকারিক অশোক সাহা, শেরেরআটি সমবায় উন্নয়ন সমিতির সম্পাদক সুশান্ত ঘোষ প্রমুখ।
|
বেড়াচাঁপায় বসন্ত উৎসব
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বর্ণাঢ্য শোভাযাত্রায় পালিত হল বসন্ত উৎসব। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বেড়াচাঁপায় এই অনুষ্ঠানের আয়োজন করেছিল দেবালয় আরোহণ। শোভাযাত্রার পর ছিল অঙ্কন, সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা। যোগ দিয়েছিল শতাধিক ছেলেমেয়ে। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক। অনুষ্ঠানের শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।
|
বিপজ্জনক ওলাইচণ্ডী সেতু |
|
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ফাটল ধরেছিল সেতুতে। বাসিন্দারা সারানোর দাবি উঠলেও তা প্রশাসনের কানে পৌঁছয়নি। দুর্ঘটনার আশঙ্কা নিয়েই যাতায়াত করছিলেন বাসিন্দারা। বুধবার সকালে তাঁদের সেই আশঙ্কাই সত্যি হল। ফাটলে পা আটকে গুরুতর জখম হলেন এক গ্রামবাসী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটে বসিরহাট মহকুমায় বাদুড়িয়া থেকে দেগঙ্গা যাওয়ার ওলাইচণ্ডী সেতুতে। সেতুর দু’দিকের বেশ কিছু গ্রামের মানুষের যাতায়াতের জন্য কয়েক বছর আগে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ থেকে পদ্মা খালের উপর কংক্রিটের সেতুটি তৈরি করা হয়। কিন্তু তার পর আর সংস্কার না হওয়ায় সেতুর মাঝখানের অনেকটটা অংশে স্ল্যাব ভেঙে বিপজ্জনক ফাঁক তৈরি হয়। তার পরেও কোনও সংস্কার হয়নি। যার জন্যই এই দুর্ঘটনা বলে জানালেন বাসিন্দারা। এ দিন স্থানীয় কুড়ুলগাছা গ্রামের বাসিন্দা জাহির আলির জখম হওয়ার ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দাদের হুমকি, অবিলম্বে পঞ্চায়েতের পক্ষ থেকে সেতু সারানোর ব্যবস্থা না হলে সেতুটিই ভেঙে দেওয়া হবে। |
তথ্য ও ছবি: নির্মল বসু। |
দুর্ঘটনায় জখম ২ |
মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় এক প্রৌঢ় ও তাঁর মেয়ের জখম হওয়াকে ঘিরে বুধবার দুপুরে উত্তেজনা ছড়াল বারাসতের গঙ্গাপুর এলাকায়। |
|