|
|
|
|
বাড়ি তৈরির ‘অধিকার’ |
প্রকল্পে অর্থ
এল পশ্চিমে |
|
|
• মঞ্জুর হওয়া অর্থ ৭ কোটি ৭৬ লক্ষ টাকা
• বাড়ি হবে ১৬০০টি
• প্রথম কিস্তিতে বরাদ্দ ৩ কোটি ৮৮ লক্ষ টাকা
• প্রতিটি বাড়ির জন্য ব্যয় ৪৮ হাজার ৫০০ টাকা
• প্রথম কিস্তিতে মিলবে ২৪ হাজার ২৫০ টাকা
|
জেলা পরিকল্পনা ও উন্নয়ন আধিকারিক প্রণব ঘোষ বলেন, “চলতি বছরের জানুয়ারি মাসের শেষে অর্থ মঞ্জুর হয়েছিল। তারপরই গরিব উপভোক্তা চিহ্নিতকরণের কাজ শুরু হয়। চলতি সপ্তাহের মধ্যেই যাতে উপভোক্তাদের অর্ধেক টাকা দিয়ে দেওয়া যায় তার চেষ্টা করা হচ্ছে। ওই টাকার কাজ হয়ে
গেলেই দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে।” |
|
|
|
|
|
|