|
|
|
|
টুকরো খবর |
নেট অচল, সমস্যা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম তুলতে বহু যুবক-যুবতী মেদিনীপুরের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ভীড় করছেন। কিন্তু, এক সপ্তাহেরও বেশি সময় ধরে এখানকার নেট পরিষেবা অচল। এর জেরে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, এ ক্ষেত্রে তাঁদের কিছু করণীয় নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শুধু নেট পরিষেবাই নয়, মেদিনীপুর শহরের একাংশে ল্যান্ডলাইনও অচল। এর ফলে গ্রাহকরা সমস্যায় পড়েছেন। কেন এমন পরিস্থিতি? বিএসএনএল সূত্রে খবর, শহরের স্কুলবাজার এলাকায় কে বা কারা কেবল পুড়িয়ে দিয়েছে। তারপর থেকেই শহরের একাংশে নেট এবং ল্যান্ডলাইন পরিষেবা অচল হয়ে পড়ে। বুধবার থেকে কেবল মেরামতের কাজ শুরু হয়েছে। শুক্রবারের মধ্যে মেরামতের কাজ শেষ হবে বলে আশা কর্তৃপক্ষের। স্থানীয় সূত্রে খবর, স্কুলবাজার এলাকায় একটি কালভাট রয়েছে। তার নীচ দিয়ে কেবল লাইনের তার গিয়েছিল। ক’দিন আগে কেউ সেই তারে আগুন লাগিয়ে দেয়। ফলে কেবল পুড়ে যায়। এর ফলেই শহরের একাংশে নেট এবং ল্যান্ডলাইন পরিষেবা অচল হয়ে পড়ে।
|
বিজেপির মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বেশ কিছু দাবিতে বুধবার মেদিনীপুরে মিছিল করে বিজেপি। ছিলেন দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়। মিছিল পৌঁছয় কালেক্টরেট মোড়ে। পরে জেলাশাসকের দফতরে এক স্মারকলিপি জমা দেওয়া হয়। অবিলম্বে নবাগত উদ্বাস্তুদের জন্য শরণার্থী স্বীকৃতি, তাঁদের সন্মান ও নিরাপত্তার দায়িত্ব নেওয়া-সহ ৫ দফা দাবি জানানো হয়। বিজেপি নেতৃত্ব জানান, জেলাশাসকের মাধ্যমে তাঁরা প্রধানমন্ত্রীর কাছেই ওই স্মারকলিপি পৌঁছেছেন। নেতৃত্বের বক্তব্য, বাংলাদেশে যে সাম্প্রদায়িক তাণ্ডব চলছে, তা উদ্বেগের। তাঁরাও সেই উদ্বেগের শরিক। মুক্তিযুদ্ধের সময়কার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচার চালানোর সিদ্ধান্ত ঠিক। |
|
|
|
|
|