বাঁচানোর আর কিছু নেই তাঁদের। তবু যেন কিছু বাঁচাতে চাইছেন অস্ট্রেলীয়রা। চাইছেন ব্রাউনওয়াশের হাত থেকে রক্ষা। তাই ফিরোজ শাহ কোটলায় মাইকেল ক্লার্ককে নামানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার মেডিক্যাল স্টাফ। সব কিছু ঠিকঠাক চললে শুক্রবার শেষ টেস্টে দল নিয়ে নামতে দেখাও যেতে পারে ক্লার্ককে।
আর এক দিকে শেন ওয়াটসন। সদ্য বাবা হওয়ার পর ভারতে ফিরে এসে অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার সুযোগ তাঁর সামনে। যদিও ‘স্টপ গ্যাপ ক্যাপ্টেন’, তাও ক্যাপ্টেন তো। তাই হয়তো ফিরেই খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের সঙ্গে বোঝাপড়াটা বাড়িয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। বুধবার নেটে দেখাও গেল তা।
|
অধিনায়কের কাঁটার মুকুট মাথায় তোলার প্রস্তুতি? বুধবার প্র্যাক্টিসে ওয়াটসন। |
এক জন ব্যস্ত নেটে এবং অন্য জন নেটের বাইরে। তাই দু’জনের মধ্যে দেখা বা কথা হওয়ার সুযোগও কম। সেটা টিম হোটেলে ফিরে হল কি না বলা যাচ্ছে না, মাঠে অন্তত হয়নি। তবে কোটলা টেস্টে যে অস্ট্রেলিয়া শিবির ক্লার্ককেই ক্যাপ্টেন হিসেবে চায়, এই নিয়ে সন্দেহ নেই। ওপেনার এড কাওয়ানের কথায় তেমনই ইঙ্গিত। বললেন, “মাইকেলের এই অবস্থা অনেক দিন ধরেই। এমন অবস্থা থেকে ফিট হয়ে ও অনেক বারই মাঠে নেমেছে। তাই এ বারও পারবে না, এমন বলা যায় না। সর্বোচ্চ মানের চিকিৎসা চলছে ওর। মনে হয় এই দু’দিনে ও ঠিক হয়ে যাবে।”
ক্লার্ক খেলতে পারলে ঠিক আছে। না খেললে ওয়াটসনকেই নেতৃত্বের দায়িত্বে দেখা যাবে, এই নিয়েও কোনও সন্দেহ নেই। কিন্তু আগের ম্যাচে বসিয়ে দেওয়া বাকি তিন ক্রিকেটারের কী হবে, এটা যেমন বড় প্রশ্ন। তার চেয়েও বড় প্রশ্ন লড়াইয়ে ফেরার ‘টিম স্পিরিট’ অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে আছে কি না? কাওয়ান বলে দিলেন, “ড্রেসিংরুমের অবস্থা ঠিকই আছে। আমাদের ক্রিকেটের সংস্কৃতিটাই এ রকম। এতে দলীয় সংহতির কোনও ক্ষতি হয়নি। শেন ওয়াটসন দলে থাকতে চায়, দলও চায় ওকে।” |
চাপ কাটাতে কচিদের সঙ্গে ক্রিকেট খেলল অস্ট্রেলিয়া। |
এ সবের মধ্যেই একটা ভাল খবরে স্বস্তি কাওয়ানদের শিবিরে। তা হল, শিখর ধবনের না খেলা। উত্তেজিত কাওয়ান তো বলেই ফেললেন, “ও তো মোহালিতে ব্র্যাডম্যানের মতো খেলেছে। ওর না খেলাটা সত্যিই সুখবর।”
তবে ভারতীয় শিবিরে ধবনের না খেলা নিয়ে উদ্বেগ নেই। অজিঙ্ক রাহানে আছেন যে। কোটলার উইকেটের সঙ্গে বাকি তিন টেস্টের উইকেটের তেমন কোনও তফাৎ নেই। স্পিনার বাড়িয়ে বা ওঝার জায়গায় হরভজনকে এনে অজিদের চাপে রাখার রাস্তায় যেতে পারে ভারত। ইশান্ত শর্মাকে বিশ্রাম দেওয়া হলে দিন্দার কথা ভাবা হতে পারে। কিন্তু সিরিজ ৪-০ করার কথা ভুলে উইনিং কম্বিনেশন ভেঙে দিয়ে মাঠে নামবেন ধোনিরা, এমন ভাবাও কঠিন। বৃহস্পতিবার কোটলা টেস্টের স্টেজ রিহার্সালের দিন হয়তো এই ব্যাপারে কোনও ইঙ্গিত পাওয়া যেতে পারে। |