নেইমারের স্কিল আর বালোতেলির ফর্মের লড়াই
ভুল প্রমাণ করার মঞ্চ তৈরি। বার্সেলোনা, রিয়াল বা চেলসিতে যাওয়ার পথ পরিষ্কার করার সুযোগও। কিন্তু নেইমার কি পারবেন?
নতুন মরসুমে শুরু থেকেই দুরন্ত ছন্দে মারিও বালোতেলি। গত বছর ম্যাঞ্চেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করার পর এ বার এসি মিলানে আগুনে ফর্মে ইতালির স্ট্রাইকার। তাঁর দাপট দেখে সতীর্থ-অধিনায়ক তো বটেই, জাতীয় কোচও মুগ্ধ। ক্লাবের পর জাতীয় দলেও ‘মারিও এফেক্ট’ একেবারে পাকা, তা নিয়ে সন্দেহ নেই সতীর্থদের।
বালোতেলির ফর্ম আর নেইমারের স্কিলের লড়াই নিয়েই তেতে উঠছে জেনিভা স্টেডিয়াম। ইতালির বিরুদ্ধে বৃহস্পতিবারের ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল ফুটবলের ‘হটেস্ট সেনসেশন’-এর সামনে অবশ্য শক্ত প্রশ্নগুলোই ঝুলছে।
গত মাসে ওয়েম্বলিতে ওয়েন রুনিদের সামনে প্রায় চোখেই পড়েননি নেইমার। ম্যাচটাও ১-২ হারে ব্রাজিল।
বালোতেলি-ম্যাচের আগে নেইমারকে নিয়ে স্কোলারির ক্লাস।
“জাতীয় দলের হয়ে খেলার চেয়ে নেইমার নিজের হেয়ারস্টাইল নিয়ে বেশি মাথা ঘামায়,’’ ম্যাচের পর পেলের তীব্র কটাক্ষ তো ছিলই। তার সঙ্গে যোগ হয়েছে চলতি মরসুমে নেইমারের ক্লাব বদল নিয়ে নাটক।
ম্যাঞ্চেস্টার সিটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নেইমার। উঠতি ব্রাজিলীয় তারকাকে সই করানোর দৌড়ে এখন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং চেলসি। কিন্তু ব্রাজিলের বাইরে কতটা মানাতে পারবেন নেইমার, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। ইংল্যান্ড ম্যাচের পর যে সন্দেহটা আরও জোরালো হয়েছে। নেইমারের কাছে ঝলসে উঠে সমালোচনার জবাব দেওয়ার সুযোগ ইতালি ম্যাচেই।
ব্রাজিলের আর এক তারকা কাকার অবস্থাও অনেকটা নেইমারের মতো। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা কোচ লুই ফিলিপ স্কোলারি এই ম্যাচে রোনাল্ডিনহোকে বাদ দিয়ে কাকাকে দলে রেখেছেন। যার পুরো ফায়দা তুলতে চান কাকা। “এক বছর পরেই বিশ্বকাপ। সুযোগ পেলেই দলে জায়গা পাকা করার চেষ্টা করব,’’ সাফ বলে দিচ্ছেন কাকা।
দু’দেশের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসে দীর্ঘ ৩১ বছর ইতালির কাছে হারেনি ব্রাজিল। স্কোলারি সেই রেকর্ড বজায় রাখার লড়াইয়ে অবশ্য এই ম্যাচে রামিরেজ, লুকাস, পাওলিনহোকে চোটের জন্য পাবেন না। অনিশ্চিতের তালিকায় দিয়েগো কোস্তা, ডেভিড লুইজ এবং অধিনায়ক থিয়েগো সিলভাও।

ইতালি কোচ সিজার প্রান্দেলির সবচেয়ে বড় অস্ত্র বালোতেলিকে রুখতে কার উপর ভারসা করবেন, বুঝে উঠতে পারছেন না স্কোলারি। ম্যাঞ্চেস্টার সিটি থেকে এসি মিলানে আসার পর চলতি মরসুমে ছ’ম্যাচে সাতটা গোল করে আগুনে ফর্মে রয়েছেন ‘সুপার মারিও’। ইতালির গোলকিপার-অধিনায়ক বুফোঁ বলেই দিলেন, ‘‘মারিও ইতালিতে মনের মতো পরিবেশ পেয়ে জ্বলে উঠেছে। জাতীয় দলের হয়েও এই ফর্মটা দেখাবে, সেই আশা রয়েছে।’’
নেইমারের জন্য সাজানো মঞ্চ শেষ পর্যন্ত বালোতেলিই কেড়ে নিয়ে যান কি না, এখন সেটাই দেখার।

ছবি: এপি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.