স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখছে পুরসভা
নিজস্ব সংবাদদাতা |
ভুলে ভরা: জুলিয়েন ডে স্কুলে নিরাপত্তায় বহু গলদ পেল স্থানীয় পুরসভা। |
ছাদ থেকে পড়ুয়ার পড়ে যাওয়ার ঘটনার প্রেক্ষিতে জুলিয়েন ডে স্কুল কর্তৃপক্ষকে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলল মধ্যমগ্রাম পুরসভা। পাশাপাশি, অভিভাবকদের এফআইআর-এর ভিত্তিতে মঙ্গলবারের ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক রথীন ঘোষ বলেন, “আমরা দিন কয়েকের মধ্যে স্কুল কর্তৃপক্ষকে কয়েকটি ব্যবস্থা নিতে বলেছি। ছাদে উঁচু তারের বেড়া লাগাতে হবে। শুধু দরজাই নয়, ছাদে গ্রিলও বসাতে হবে। সিঁড়িতে সব সময়ে রক্ষী রাখতে হবে।” রথীনবাবু জানান, পুলিশের সঙ্গে তাঁরাও গোটা স্কুল ঘুরে দেখেছেন, স্কুলের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও যথাযথ নয়। স্কুল কর্তৃপক্ষ জানান, নার্সারি বিভাগে রবিবার পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। এর মধ্যেই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। এ দিকে, চার বছরের ছাত্র জেডেন ডেনিস যে ছাত্রের ঘাড়ে পড়েছিল, সেই মহম্মদ তোয়াকে বিসি রায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল। তোয়ার বাবা শেখ মুন্না বলেন, “ভাগ্যের জোরে ছেলে বেঁচে গিয়েছে।” জেডেনের মা শ্যারন ডেনিসও জানান, তাঁর ছেলে সুস্থ আছে।
|
পুলিশ সেজে ‘অপহরণ’, ধৃত ৩ |
পুলিশ সেজে অপহরণের অভিযোগে তিন জন গ্রেফতার হয়েছে। ধৃতদের মধ্যে দু’জনের নাম তাবিজ সাকিল এবং ইরসাত। তৃতীয় জনের নাম জানা যায়নি। চতুর্থ জন পলাতক। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ তপসিয়ার অজিতকুমার যাদবের অফিসে ঢুকে চার যুবক নিজেদের লালবাজারের অফিসার বলে পরিচয় দেয়। অজিতবাবু বেআইনি ব্যবসা করছেন এই দাবিতে তারা তাঁর থেকে ২০ লক্ষ টাকা চায়। অজিতবাবু কোনও ভাবে দশ হাজার টাকা দিতে সমর্থ হন। এর পরে ওই যুবকেরা তাঁর সহকর্মী সাদ্দামকে লালবাজারে নিয়ে যাওয়ার নাম করে তুলে নিয়ে যায়। পরে সাদ্দামের খোঁজ না পেয়ে অজিতবাবু তপসিয়া থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ জানান, সাদ্দামের থেকে তাবিজ ও ইরসাত টাকা পেত। ব্যবসায়িক কারণেই সাদ্দামকে তারা তুলে নিয়ে যায়।
|
পালিয়েও ধৃত বিচারাধীন বন্দি |
হাসপাতালের শৌচাগারের কাচ ভেঙে পালিয়েও শেষরক্ষা হল না। পালানোর ঘণ্টা পাঁচেকের মধ্যেই ফের গ্রেফতার হল লাল্টু মণ্ডল (১৯) নামে এক বিচারাধীন বন্দি। বুধবার এনআরএসের ফরেন্সিক মেডিসিন বিভাগে কয়েকটি পরীক্ষার জন্য আনা হয়েছিল লাল্টুকে। মানিকতলার এক কিশোরীকে অপহরণের অভিযোগে সোমবার পুলিশ তাকে গ্রেফতার করে। ২৪ মার্চ পর্যন্ত তাকে পুলিশ হেফাজত দেয় আদালত। এ দিন এনআরএসে কয়েকটি পরীক্ষার পরে শৌচাগারে যায় লাল্টু। কিছুক্ষণ পরেও সে না বেরোনোয় পুলিশ ভিতরে ঢুকে দেখে, জানলার কাচ ভাঙা। বন্দি পালিয়েছে। এর পরেই লাল্টুর বাড়ি-সহ বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। সন্ধ্যায় তিলজলার বাড়ি থেকেই ধরা পড়ে লাল্টু।
|
সল্টলেকে টেকনো ইন্ডিয়া সংস্থার কলেজ আজ, বৃহস্পতিবার ফের খুলছে। ওই কলেজের এক দল পড়ুয়া ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরির দাবিতে সোমবার থেকে লাগাতার ঘেরাও-বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। কলেজ-কর্তৃপক্ষ বুধবার ফের তাঁদের সঙ্গে বৈঠকে বসেন। কর্তৃপক্ষের কাছ থেকে চাকরির আশ্বাস পাওয়ার পরেই ছাত্রছাত্রীরা আন্দোলন তুলে নেন। অধ্যক্ষ সুশান্তকুমার ভট্টাচার্য বলেন, “পড়ুয়ারা ঘেরাও তোলার পরে কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।”
পুরনো খবর: চাকরি চেয়ে একটানা ঘেরাও, বন্ধ টেকনো ইন্ডিয়া কলেজ
|
বিদ্যুৎবাহী রেলে ধোঁয়া বার হওয়ায় বিপর্যস্ত হয় মেট্রো চলাচল। এ দিন ছিল উচ্চ মাধ্যমিকের দর্শন ও গণিত পরীক্ষা। ট্রেন চলাচল বিপর্যস্ত শুনে অনেকেই সড়ক পথে পরীক্ষাকেন্দ্রে পৌঁছন। মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ জানান, সকাল ৯টা নাগাদ গিরিশ পার্ক স্টেশনে একটি মেট্রোর বিদ্যুৎবাহী তৃতীয় রেল থেকে ধোঁয়া বেরোয়। ট্রেনটিকে পরীক্ষা করে ছাড়া হয়। এতে ১৫ মিনিট দেরি হয়। এর জেরে পিছনে আরও কিছু ট্রেনের দেরি হয়। মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে বেলা ১০টা নাগাদ।
|
জোড়াবাগানের কাশী দত্ত স্ট্রিটে এক গৃহবধুকে খুনের অভিযোগে তাঁর ননদকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম বেবি পাল (৪০)। অভিযোগ, বুধবার বেবিকে ধাক্কা দিয়ে ফেলে মারধর করেন তাঁর ননদ পুতুল পাল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বেবিকে মৃত বলে ঘোষণা করেন।
|
সার্কুলার গার্ডেনরিচ রোডে বুধবার গাড়ির সঙ্গে সংঘর্ষে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মৃতের নাম শিউপূজন ঠাকুর (৪৫)। এ দিনই পোর্ট ট্রাস্টের একটি জলের ট্যাঙ্কে পড়ে সুনীলকুমার সিংহ (২০) এক তরুণ মারা যান। তিনি নেতাজি সুভাষ ডকের শ্রমিক ছিলেন। |