|
|
|
|
|
|
|
বাবা ১৯৫৪ সালে পাঁচ কাঠা জমি নিজের নামে কেনেন। প্রথমে বাবা ও পরে মা মারা যান। আমরা তিন ভাই ও দুই বোন। দাদারা অবিবাহিত অবস্থায় মারা গিয়েছেন। তাঁরা আমার সঙ্গেই থাকতেন। এক দিদি মৃত। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। মেয়েরও মৃত্যু হয়েছে। অন্য দিদি জীবিত ও তাঁর সন্তান আছে। প্রসঙ্গত, বাবা-দাদারা কোনও উইল করে যাননি। এখন আমার প্রশ্ন হল, আমার প্রাপ্য কতটুকু? বাবার সম্পত্তির উপর দিদিদের অধিকার বর্তায় কি? যদি বর্তায়, তা হলে মৃতা দিদির অংশ কি তাঁর ছেলে মেয়েরা পাবে? অবিবাহিত মৃত দাদাদের অংশের দাবিদার কারা?
অম্লান মিত্র, খড়দহ
দেখুন, বাবা মারা যাওয়ার পরে যত দিন আপনার মা বেঁচেছিলেন, তত দিন আপনার প্রাপ্য ছিল ওই জমির ছ’ভাগের এক ভাগ (১/৬) অংশ। কারণ আপনারা তিন ভাই ও দুই বোন মিলিয়ে পাঁচ জন। এবং তার সঙ্গে মা-কে যোগ করে হয় ছ’জন। কিন্তু মা মারা যাওয়ার পর ফের আপনারা পাঁচ জন হলেন। পুরো সম্পত্তিটা পাঁচ ভাগ হল। প্রত্যেকের ভাগে পড়ল একের পাঁচ অংশ (১/৫) করে অর্থাত্ এক কাঠা করে জমি। কিন্তু এর পর আবার আপনার দুই অবিবাহিত দাদাও মারা গিয়েছেন। ফলে দু’জনের মিলিত দুইয়ের পাঁচ (২/৫) অংশ বর্তমানে তাঁদের যে উত্তরাধিকারীরা বেঁচে রয়েছেন, তাঁদের সকলের উপর এসে বর্তাবে। এর ফলে যা হিসেব দাঁড়াচ্ছে, তাতে আপনার ১/৫ অংশ তো আপনি পাবেনই। সেই সঙ্গে দুই অবিবাহিত মৃত দাদার মিলিত ২/৫ অংশের ১/৩ অংশও পাবেন। ১/৩ অংশ কারণ, অবিবাহিত হওয়ায় তাঁদের সম্পত্তি আপনাদের বাকি তিন ভাই-বোনের মধ্যে সমান ভাগ হবে।
বাবার সম্পত্তির উপর দিদিদের অধিকার রয়েছে। মৃতা দিদির প্রাপ্য অংশের হকদার হল তাঁর সন্তানরা।
তৃতীয় অংশের উত্তর প্রথম উত্তর থেকেই পাবেন। মৃত দাদাদের সম্পত্তির দাবিদার আপনি, জীবিত দিদি ও মৃতা দিদির ছেলেমেয়েরা।
|
(আইনি পরামর্শ জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়) |
|
|
|
|
|