|
|
|
|
|
|
টুকরো খবর |
এলআইসি-র প্রকল্প |
সীমিত সময়ের জন্য বাজারে একটি বিমা প্রকল্প এনেছে ভারতীয় জীবন বিমা নিগম (এলআইসি)। ‘জীবন সুগম’ নামে ১০ বছরের প্রকল্পটিতে ৮-৪৫ বছর বয়স্করা লগ্নি করতে পারবেন। দিতে হবে এককালীন টাকা। ন্যূনতম বিমা মূল্য ৬০ হাজার টাকা। বিমা মূল্য ১.৫ লক্ষের বেশি হলে ৩.৫% ও ৪ লক্ষ টাকার বেশি হলে ৪.৫% অতিরিক্ত অর্থ পাওয়া যাবে বলে সংস্থার দাবি। ৫ বছরের মধ্যে বিমাকারীর মৃত্যু হলে এককালীন প্রিমিয়ামের ১০ গুণ ও পাঁচ বছর পর মৃত্যু হলে ওই ১০ গুণ অর্থের সঙ্গে বোনাস পাওয়া যাবে। আয়করের ৮০সি ধারায় মিলবে করছাড়ের সুবিধেও। লগ্নি করা যাবে ১০ এপ্রিল পর্যন্ত।
|
আভিভার নতুন বিমা |
সম্পদ তৈরির লক্ষ্যে একটি নতুন এনডাওমেন্ট বিমা প্রকল্প আনল আভিভা লাইফ ইনশিওরেন্স। সংস্থার দাবি, ‘ওয়েলথ বিল্ডার’ প্রকল্পে প্রিমিয়ামের দ্বিগুণ টাকা মিলবে। এককালীন বা প্রতি বছর প্রিমিয়াম দেওয়া যাবে। স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে না। প্রকল্প শুরুর সময়ে বয়স হতে হবে ন্যূনতম ৫ বছর ও সর্বোচ্চ ৫০ বছর। মেয়াদ শেষের বয়স ১৬ থেকে ৬৭ বছর। বার্ষিক ন্যূনতম প্রিমিয়াম ৫০ হাজার টাকা (কর বাদে)। এককালীনের ক্ষেত্রে ন্যূনতম ১.৫ লক্ষ টাকা (কর বাদে)। আয়কর আইনের ৮০সি এবং ১০ (১০ডি) ধারায় কর ছাড়ের সুবিধে রয়েছে। |
|
|
|
|
|