দান-উপহারে কর ছাড় কিছু পেলেই দেবেন কেন?
দানসাগর না হলেও নিজের পছন্দের মানুষকে কিছু দান করতে অথবা উপহার দিতে অনেকেই চান। এঁরা আনন্দিত হন প্রাপকের আনন্দে। অনেক নিঃসন্তান দম্পতি অথবা যাঁদের একমাত্র সন্তান বিদেশে পাকাপাকি ভাবে বসবাস করছেন, শেষ বয়সে নিজেদের প্রায় সব কিছুই দান করে দেন। অনেকেই দামি উপহার পান বিয়েতেও। পাওয়ার আনন্দ কিঞ্চিত্‌ কমে যেতে পারে যদি বলা হয় বিনামূল্যে পাওয়া সম্পদের উপর আপনাকে মোটা কর দিতে হবে। অর্থাত্‌, পাওয়া মাত্রই তার একটি অংশ দিয়ে দিতে হতে পারে। অনেকে না-জেনে ব্যাপারটা এড়িয়ে যান। দান করযোগ্য হলে কিন্তু এঁরা সমস্যায় পড়তে পারেন।
সুতরাং সময় মতো জানতে হবে, যে-দান পাওয়া গেল, তা করযোগ্য কি না। আগে এই দানের ব্যাপারটি ছিল গিফ্ট ট্যাক্স অ্যাক্ট-এর আওতায়। এই আইন এখন অবলুপ্ত। দান বা উপহার এখন আসে অন্যান্য সূত্র থেকে আয়ের (ইনকাম ফ্রম আদার সোর্সেস) আওতায়। আয়কর আইনের ৫৬ ধারায় বলা আছে কোন কোন দান করমুক্ত, কোনগুলিই বা করযোগ্য। যে-দানগুলি করযোগ্য, তা অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত আয়ের সঙ্গে যোগ হয় এবং তার উপর প্রযোজ্য হারে কর দিতে হয়।
৫৬ ধারা অনুযায়ী কোনও ব্যক্তির থেকে বিনিময়ে কিছু না-দিয়ে যদি ৫০ হাজার টাকার বেশি পাওয়া যায় তবে তার পুরোটাই অন্যান্য সূত্র থেকে আয় হিসেবে ধরা হবে এবং তা করযোগ্য হবে। অর্থাত্‌ ৫০ হাজার টাকা পর্যন্ত কোনও দান পেলে তা করযোগ্য হচ্ছে না। এর বেশি হলে পুরোটাই করযোগ্য হবে।
কোনও স্থাবর সম্পত্তি দান হিসেবে পাওয়া গেলে তার স্ট্যাম্প ডিউটির যে-মূল্যায়ন হবে, তা অন্যান্য সূত্র থেকে আয় হিসেবে ধরা হবে। বিনামূল্যে কোনও অস্থাবর সম্পত্তি পাওয়া গেলে তার ন্যায্য বাজার দর (ফেয়ার মার্কেট ভ্যালু) যদি ৫০,০০০ টাকার বেশি হয়, তবে তার পুরোটাই করযোগ্য হবে।
একই ধারা অনুযায়ী এই আইন কয়েকটি ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যে সব দান অথবা উপহারের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না সেগুলি হল
• দান যদি কোনও ‘আত্মীয়ের’ থেকে পাওয়া যায়।
• বিয়ের সময়ে কেউ যদি কোনও দান/উপহার পান।
• অন্য কারও উইল অনুযায়ী যদি কোনও প্রাপ্তি ঘটে।
• দাতার মৃত্যুকালীন ইচ্ছে অনুযায়ী যদি কিছু পাওয়া যায়।
• যদি কোনও স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনও দান পাওয়া যায়।
• আইনের ১০ (২৩সি) ধারার তালিকাভুক্ত কোনও ফান্ড, ফাউন্ডেশন, বিশ্ববিদ্যালয়, শিক্ষা-প্রতিষ্ঠান, হাসপাতাল, ট্রাস্ট ইত্যাদি থেকে প্রাপ্ত অনুদান।
• ১২ এএ ধারা অনুযায়ী নথিবদ্ধ কোনও ট্রাস্ট থেকে প্রাপ্তি।

আত্মীয়
যে কোনও আত্মীয়ের কাছ থেকে দান বা উপহার পাওয়া গেলেই তা করমুক্ত হবে, তা কিন্তু নয়। আত্মীয় বলতে কাদের বোঝাবে, তা পরিষ্কার করে বলা আছে ৫৬ ধারায়। ৫৬ ধারা অনুযায়ী যাঁরা আত্মীয়ের মর্যাদা পাবেন তাঁরা হলেন
১) স্বামী বা স্ত্রী।
২) ভাই অথবা বোন।
৩) স্বামী/স্ত্রীর ভাই অথবা বোন।
৪) বাবা/মায়ের ভাই অথবা বোন।
৫) উপর অথবা নীচের দিকের কোনও আত্মীয়।
৬) স্বামী/স্ত্রীর সরাসরি উপর বা নীচের দিকের কোনও আত্মীয়।
৭) উপরে দুই থেকে ছ’নম্বরে যে ব্যক্তির সম্পর্কের কথা বলা হচ্ছে, তাঁর স্বামী বা স্ত্রী।
সম্পত্তি ৫৬ ধারা অনুযায়ী সম্পত্তি বলতে যা বোঝায় তা হল
১) স্থাবর সম্পত্তি। যেমন, বাড়ি জমি ইত্যাদি।
২) শেয়ার বা সিকিউরিটি।
৩) গয়না
৪) প্রত্নতাত্ত্বিক সংগ্রহ
৫) ড্রয়িং
৬) পেইন্টিং
৭) মূর্তি
৮) আর্টওয়ার্ক
৯) স্বর্ণ বা বুলিয়ন।

এক নজরে

দান করমুক্ত থাকবে যদি
(১) দান হিসেবে প্রাপ্ত অর্থ ৫০ হাজার টাকার বেশি না-হয়
(২) ৫০ হাজার টাকার বেশি অর্থ অথবা সম্পত্তি যদি প্রাপকের কোনও আত্মীয়ের কাছ থেকে পাওয়া যায়
(৩) বিয়েতে পাওয়া উপহার। চেক উপহার হিসেবে পাওয়া গেলে তা দেরি না-করে দ্রুত ব্যাঙ্কে জমা করা উচিত
(৪) অন্যান্য দান, যেমন উইল অনুযায়ী প্রাপ্তি, ট্রাস্ট থেকে পাওয়া অনুদান ইত্যাদি।

দানের মাধ্যমে কর সাশ্রয়
দেখা যাচ্ছে বেশ কয়েক ধরনের দান বা উপহার প্রাপকের হাতে করমুক্ত থাকে। অন্য দিকে দানের মাধ্যমে দাতা নিজেও কর সাশ্রয় করতে পারেন কোনও কোনও ক্ষেত্রে। যেমন বাবা প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের পড়াশোনা চালানোর খরচ বাবদ প্রতি মাসে টাকা না-দিয়ে থোক টাকা সন্তানের অ্যাকাউন্টে জমা করতে পারেন। যার সুদ দিয়ে পড়াশোনা চলতে পারে। অন্য দিকে নিজের অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাওয়ায় বাবাকে আর ওই টাকার সুদে কোনও কর দিতে হবে না।

লেখক ম্যাকলিওড রাসেল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি (মতামত ব্যক্তিগত)


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.