|
|
|
|
রাস্তার ধুলো দূষণের প্রতিবাদে পথ অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
এক দিকে সংস্কারের অভাবে রাস্তা বেহাল হয়ে পড়ছে। অন্য দিকে, পাথর শিল্পাঞ্চলের গাড়ি যাতায়াতের ফলে ধুলো উড়ছে। কিন্তু রাস্তা সংস্কারের ব্যাপারে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই ক্ষোভে বুধবার ভোর থেকে নলহাটি পুরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ ওই দুই ওয়ার্ডের মাঝখান দিয়ে যাওয়া রাস্তায় শিল্পাঞ্চলের ট্রাকগুলি আটকে দেন। ৯টা পর্যন্ত অবরোধ চলে। এলাকার বাসিন্দা ওয়াজিদ শেখ, রবিউল শেখ, নাজিমা বিবিরা বলেন, “বাইপাসের ধারে আমাদের বাড়ি। রাস্তা দিয়ে অনবরত ট্রাক যাওয়ায় ধুলো খাবারের উপরে জমে যায়। জামা-কাপড়, আসবাবপত্র, বাড়ি সব ধুলোয় ভরে যায়। কত পরিষ্কার করব! বয়স্করা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। অথচ রাস্তা সংস্কারের জন্য বিডিও, পুরসভায় জানিয়েও কাজ হচ্ছে না।” |
|
পাকা না মাটির রাস্তা বোঝাই দায়। —ফাইল চিত্র। |
তাঁদের ক্ষোভ, “কষ্ট করে বাড়ি নির্মাণ করে এখন আমরা কোথায় যাব। পুরসভা, পঞ্চায়েত সমিতি সকলেই এই রাস্তা থেকে টোল আদায় করছে। অথচ কেউই সাধারণ মানুষের কথা ভাবছে না।” নলহাটির পুরপ্রধান রাজেন্দ্রতাপ সিংহ বলেন, “আলোচনায় বসে রাস্তায় জল ছেটানোর কথা ভাবতে হবে। কেন না, পুরসভার গাড়িগুলি বেশিরভাগ সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত থাকে।” রাস্তার সংস্কারের বিষয়ে তিনি বলেন, “রাস্তাটি পূর্ত দফতরের। সংস্কার করার দায়িত্ব তাদের।” নলহাটি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবেন্দ্র ঘোষাল বলেন, “পূর্ত দফতর দেড় বছর আগে রাস্তাটি ভাল করেছিল। তার পরে রাস্তাটি সংস্কারের দায়িত্ব পুরসভার। এলাকাটি যেহেতু পুরসভার অধীন এবং পুরসভা ওই এলাকা থেকে টোল আদায় করছে। তখন এলাকাবাসীর স্বার্থে পুরসভার দায়িত্ব ধুলো দূষণ প্রতিরোধ করতে রাস্তায় জল ছেটানো।” |
|
|
|
|
|